Redmi-র এই স্মার্টফোনে 2.6 জিবির আপডেট এল, Android 12-এর সাথে মিলল MIUI 13

Redmi Note 10 এখনও রেডমির সেরা মিড-রেঞ্জ স্মার্টফোনগুলির মধ্যে একটি। ২০২১-এর মার্চে ডিভাইসটি ভারতে লঞ্চ হয়। তখন এতে Android 11 নির্ভর MIUI 12.5 মোবাইল অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড ছিল। গত জানুয়ারিতে Redmi Note 10-এর পাইলট টেস্টারদের জন্য MIUI 13 সংস্করণ রিলিজ করে শাওমি। আর এখন সর্বসাধারণের জন্য MIUI 13 স্টেবেল আপডেট রোলআউটের ঘোষণা করল সংস্থাটি। নয়া আপডেট বাগ ফিক্স এবং ইমপ্রুভমেন্ট আনবে বলে দাবি শাওমির।

Redmi Note 10 ব্যবহারকারীরা শাওমির মোবাইল সফটওয়্যারের যে লেটেস্ট আপডেট পাচ্ছেন, তা Android 12 ভিত্তিক। এটি V13.01.0SKGINXM বিল্ড নম্বরের সাথে এসেছে। আপডেটটি সিস্টেম স্টেবিলিটি বাড়িয়ে কয়েকটি সিস্টেম অ্যাপ্লিকেশন অপ্টিমাইজ করবে বলে জানানো হয়েছে। আবার এতে ২০২২-এর মার্চের সিকিউরিটি প্যাচ বান্ডেল করা হয়েছে। আপডেটের সাইজ ২.৬ জিবি।

Redmi Note 10 MIUI 13 আপডেট চেঞ্জলগ

  • অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ মার্চে আপগ্রেড করা সিস্টেম সিকিউরিটি বাড়ানো Android 12-এর উপর নির্ভর করে স্টেবেল MIUI

ফিচার্স ও ইমপ্রুভমেন্ট

  • ফোন, ক্লক, এবং ওয়েদারের অ্যাক্সেসেসিবিলিটি সাপোর্ট এনহ্যান্স করা

উল্লেখ্য, নতুন সফটওয়্যার আপডেট পাওয়ার জন্য Redmi Note 10 ব্যবহারকারীদের বেশি কসরতের প্রয়োজন নেই। যদি আপডেটের নোটিফিকেশন না আসে সেটিংসে ম্যানুয়ালি চেক করে দেখে নিতে পারেন‌। যদি এখন নাও আসে চিন্তার কারণ নেই৷ ধীরে ধীরে সমস্ত ফোনেই MIUI 13 চলে আসবে‌।