Price Hike: সামনের মাস থেকে ভারতে গাড়ির দাম 3% পর্যন্ত বাড়ানোর ঘোষণা করল এই সংস্থা

এ বছর ফের একবার ভারতে গাড়ির মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করল মার্সিডিজ-বেঞ্জ (Mercedes-Benz)। নিজেদের সমস্ত মডেলের দাম খুব সম্প্রতি ৩% বাড়ানোর কথা ঘোষণা করেছে সংস্থাটি। আগামী
১ এপ্রিল থেকে কার্যকর হবে এই বর্ধিত মূল্য। দাম বাড়ানোর যুক্তি হিসাবে কাঁচামালের খরচ মাথাচড়া দিয়ে ওঠার কারণকে দেখিয়েছে মার্সিডিজ-বেঞ্জের ভারতীয় শাখা।

প্রসঙ্গত, গত জানুয়ারিতেও ওই একই কারণে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছিল তারা। ফলে এই নিয়ে বছরের প্রথম ত্রৈমাসিকে দ্বিতীয়বার গাড়ির দর বাড়ালো মার্সেডিজ-বেঞ্জ ইন্ডিয়া৷ মূল্যবৃদ্ধির প্রসঙ্গে মার্সেডিজের তরফে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে৷

তাতে বলা হয়েছে, “ধারাবাহিক ভাবে ইনপুট খরচ বেড়ে চলার কারণে পরিবহণ খরচও বৃদ্ধি পেয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে গাড়ির দামে। এছাড়াও এটি সংস্থার পরিচালন ব্যয়ে প্রভাব ফেলেছে।ফলে ভারতে ব্যবসা লাভজনক করে রাখতে রাখতে সমস্ত গাড়ির এক্স-শোরুম মূল্য পুনর্বিবেচনা করে দেখতে আমাদের বাধ্য করেছে।”

Mercedes-Benz তাদের কয়েকটি মডেলের গাড়ির বর্ধিত এক্স-শোরুম মূল্যের একটি তালিকা প্রকাশ করেছে। যা নিম্নরূপ :

A 200 limousine – ৪২ লক্ষ টাকা

GLA 200 – ৪৫ লক্ষ টাকা

GLC 200 – ৬২ লক্ষ টাকা

GLE 300 d 4M – ৮৬ লক্ষ টাকা

GLS 400 d 4M – ১.১৬ কোটি টাকা

LWB E-Class 200 – ৭১ লক্ষ টাকা

S-Class 350 d – ১.৬০ কোটি টাকা

AMG E 63 S 4MATIC (CBU) – ১.৭৭ কোটি টাকা

AMG-GT 63 S 4 Door Coupe (CBU) – ২.৭০ কোটি টাকা

‌Mercedes-Benz-এর ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মার্টিন শোয়েঙ্ক (Martin Schwenk) মন্তব্য করেন, “প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে উন্নত গাড়ি বিক্রি করি আমরা৷ যদিও ব্যবসা টিকিয়ে রাখতে গেলে দামের বিষয়ে পুনর্বিবেচনা করা জরুরি। যেখানে পরিচালনা এবং অন্যান্য ব্যয় ক্রমশ বেড়ে চলেছে।”