আজ সেলে কেনার সুযোগ Redmi 9i, পাবেন সবচেয়ে কম দামে ৪ জিবি র‌্যাম

ভারতে আপনি যদি সস্তায় ৪ জিবি র‌্যামের ফোন খুঁজে থাকেন তাহলে বেশ কয়েকটি বিকল্প উপলব্ধ। এর মধ্যে একটি হল Redmi 9i। আপাতত ৪ জিবি র‌্যামের সবথেকে কম দামি ফোন এটি। আজ এই ফোনটি কিনতে পারবেন। দুপুর ১২ টায় Mi.com ও Flipkart থেকে রেডমি আই এর সেল আরম্ভ হবে। তবে কম দাম বলে যে এতে অন্যান্য ফিচার খারাপ এমন নয়, Redmi 9i ফোনে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি, এইচডি প্লাস ডিসপ্লে ও অক্টা কোর প্রসেসর।

Redmi 9i দাম ও অফার

রেডমি ৯ আই এর দাম শুরু হয়েছে ৮,২৯৯ টাকা থেকে। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। আবার ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৯,২৯৯ টাকা। সি ব্লু, নেচার গ্রীন এবং মিডনাইট ব্ল্যাক কালারে ফোনটি কিনতে পারবেন।

লঞ্চ অফার হিসাবে ফ্লিপকার্টে Axis Bank Buzz ও Flipkart Axis Bank ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ছাড় পাবে। এই ফোনটি নো কস্ট ইএমআই এ কেনা যাবে। আবার ফোনটির ওপর এক্সচেঞ্জ অফার উপলব্ধ।

Redmi 9i স্পেসিফিকেশন

রেডমি ৯ আই স্মার্টফোনে আছে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেজুলেশন ৭২০×১৬০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। এতে ওয়াটারড্রপ স্টাইল নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটিতে পাবেন ২.০ গিগাহার্টজ এর অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। এছাড়াও আছে ৪ জিবি র‌্যাম, এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডির মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ অপারেটিং সিস্টেমে এসেছে।

ফটোগ্রাফির জন্য রেডমি ৯আই এর পিছনে একটি এআই ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি হল ১৩ মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.২। এছাড়াও সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। সিকিউরিটির জন্য এখানে পাবেন ফেস আনলক। এছাড়াও আছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চার্জিং ও ডেটাট্রান্সফারের জন্য এখানে ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫ অডিও জ্যাক দেওয়া হয়েছে।