মাত্র তিন দিনে ১ লাখের বেশি Redmi ও Mi Smart TV বিক্রি করে রেকর্ড Xiaomi-র

সম্প্রতি গ্লোবাল মার্কেটে ‘Redmi Note’ ফোনের ২৪০ মিলিয়ন ইউনিট বিক্রি করে বড় রেকর্ড গড়েছে জনপ্রিয় ব্র্যান্ড Xiaomi (শাওমি)। তবে সংস্থার সাফল্য যে এখানেই থেমে নেই,…

সম্প্রতি গ্লোবাল মার্কেটে ‘Redmi Note’ ফোনের ২৪০ মিলিয়ন ইউনিট বিক্রি করে বড় রেকর্ড গড়েছে জনপ্রিয় ব্র্যান্ড Xiaomi (শাওমি)। তবে সংস্থার সাফল্য যে এখানেই থেমে নেই, তা প্রমাণ করে দিল সাম্প্রতিক একটি খবর! আসলে বর্তমান উৎসবের মরসুমে গ্রাহকদের আকর্ষিত করতে, বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্ম বা ব্র্যান্ডের মতই ভারতে ফেস্টিভ সেলের আয়োজন করেছে চীন ভিত্তিক কোম্পানিটি। আর এই বিশেষ সেলের দরুনই, মাত্র তিনদিনের মধ্যে কোম্পানিটি ১ লাখের বেশি স্মার্ট টিভি (Smart TV) বিক্রি করেছে বলে জানা গেছে। Xiaomi-র মতে, আগের তুলনায় সংস্থার 4K টিভির চাহিদা ৫৩গুণ বেড়েছে (বলে রাখি, কোম্পানিটি ২০১৮ সাল থেকে ৭০ লাখেরও বেশি স্মার্ট টিভি বিক্রি করেছে), যার ফলেই তারা আরো একটি রেকর্ড তৈরি করতে সক্ষম হয়েছে।

সেলে এই Redmi এবং Mi Smart TV বেশি বিক্রি হয়েছে

Xiaomi-র তরফে জানানো হয়েছে, Redmi Smart TV X 50, Mi TV 4A 32 এবং Mi TV 5X 43 টিভি মডেলগুলির চাহিদা বেশ বেড়েছে। কোম্পানির মতে, টিভিগুলিতে উচ্চ মানের আউটপুট, উন্নত পারফরম্যান্স এবং লেটেস্ট ফিচার থাকার কারণেই এগুলি জনপ্রিয় হয়ে উঠেছে। সেক্ষেত্রে শাওমি ইন্ডিয়ার কর্মকর্তা ঈশ্বর নীলাকান্তন ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে স্মার্ট টিভি ব্যবসার আকার দ্বিগুণ হওয়ায় গর্ব প্রকাশ করেছেন এবং ভারতীয় বাজারে প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারিত করে ইউজারদের আরও ভাল অভিজ্ঞতা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Xiaomi 4K TV-গুলির চাহিদা ব্যাপকভাবে বেড়েছে

বর্তমানে সিনেমা হল বা থিয়েটারে না যেতে পারার কারণেই ক্রেতারা বাড়িতে অনুরূপ বিকল্প রাখার চেষ্টা করছেন। আর এই কারণেই তাদের 4K পণ্য পোর্টফোলিওর চাহিদা ব্যাপকভাবে (পড়ুন আগের চেয়ে ৫৩ গুণ) বেড়েছে বলে শাওমির দাবি।

উল্লেখ্য, সংস্থাটি ক্রমাগত তার স্মার্ট টিভি সেগমেন্ট প্রসারিত করে চলেছে। গত মাসেই তারা বাজেট রেঞ্জে ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি সাইজের দুটি টিভি লঞ্চ করেছে, যাতে অ্যান্ড্রয়েড ১১ ওএস, প্যাচওয়াল ৪ ইউআই (PatchWall 4 UI) এবং ৫ হাজারের বেশি অ্যাপ অ্যাক্সেসের সুবিধা রয়েছে।