ফ্ল্যাগশিপ স্মার্টফোন মার্কেটে আধিপত্য বাড়াতে Xiaomi-র নয়া পরিকল্পনা; Apple, Samsung-এর ঘুম উড়ছে?

মার্কেটে অন্যান্য এবং একাধিক নামজাদা ব্র্যান্ডের অস্তিত্ব থাকলেও মাত্র কয়েক বছরের মধ্যেই স্মার্টফোন দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে চীনা কোম্পানি Xiaomi (শাওমি)। এককথায় সংস্থাটিকে ভারতসহ বেশ কয়েকটি দেশের বাজেট স্মার্টফোন মার্কেটের অবিসংবাদিত রাজা বলা চলে। তবে এখন নিজের এই ek পরিচয়ে আটকে না থেকে শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিটি ফ্ল্যাগশিপ স্পেসে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় বলে জানা গেছে। সম্প্রতি, Xiaomi-র সিইও লেই জুন (Lei Jun) Twitter-এর চিনা বিকল্প Weibo-তে একটি পোস্টের মাধ্যমে ফ্ল্যাগশিপ স্মার্টফোন মার্কেটে আধিপত্য বিস্তারের ইচ্ছা প্রকাশ করেছেন। অর্থাৎ বর্তমানে বিশ্বব্যাপী ফ্ল্যাগশিপ স্মার্টফোন মার্কেট মূলত Apple (অ্যাপল), Samsung (স্যামসাং) এবং OnePlus (ওয়ানপ্লাস)-এর মতো স্মার্টফোন ব্র্যান্ডগুলির দখলে থাকলেও, এবার এই তালিকায় নিজেদের নামকে অন্তর্ভুক্ত করতে উঠেপড়ে লেগেছে Xiaomi।

ফ্ল্যাগশিপ স্মার্টফোন মার্কেটের রাজত্ব এবং Xiaomi-র প্ল্যান

উল্লেখ্য, অ্যাপল এবং স্যামসাংয়ের মত জনপ্রিয় ব্র্যান্ডগুলির সাথে প্রতিযোগিতা করার ইঙ্গিত দিয়ে জুন এটিকে “জীবন ও মৃত্যুর যুদ্ধ” (a war of life and death) হিসেবে উল্লেখ করেছেন। নামিদামি ব্র্যান্ডের দেখানো পথ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ না করেও তারা যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন মার্কেটে নিজেদের কোম্পানির সুগভীর ছাপ ফেলতে সক্ষম হবেন, সে বিষয়ে দৃঢ় আত্মবিশ্বাসী জুন। তিনি আগামী পাঁচ বছরের জন্য কোম্পানির ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কেও বেশ কিছু কথা জানিয়েছেন। Android Headlines-এর রিপোর্ট অনুযায়ী, তিনি বলেছেন যে শাওমি আগামী পাঁচ বছরের মধ্যে গবেষণা ও উন্নয়ন খাতে (research and development) ১০০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করার পরিকল্পনা করছে।

Xiaomi-র সহজলভ্য ফ্ল্যাগশিপ ফোন এইগুলি

আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতে শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে Mi 11 মডেলটি উপলব্ধ। এমনিতে সংস্থাটি Mi 11 সিরিজের অধীনে তিনটি ফোন লঞ্চ করেছে, যেগুলি হল Mi 11 Pro, Mi 11 Ultra, এবং Mi 11 (এমআই ১১)। সেক্ষেত্রে Mi 11-ই প্রথম ফোন যাতে সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সেলফি ক্যামেরার জন্য একটি ছোটো কাটআউটসহ ৬.৮১ ইঞ্চি কিউএইচডি+। পাওয়ার ব্যাকআপের জন্য Mi 11-তে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে অন্যান্য Mi 11 ফোনগুলিতে কিছুটা বেশি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ক্যামেরার কথা বললে, তিনটি স্মার্টফোনেরই ক্যামেরা স্পেসিফিকেশন কমবেশি একই রকম। এমআই ১১ আল্ট্রা-তে রয়েছে বিশাল ক্যামেরা বাম্প। এটি ট্রিপল ক্যামেরা (৪৮ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল) সেটআপ অফার করে।

প্রসঙ্গত, শাওমি চীনে ইতিমধ্যে Mi 12 হ্যান্ডসেট সিরিজও লঞ্চ করেছে, তবে এই সিরিজটি এখনও ভারতে পা রাখেনি। Xiaomi 12-এর বেস ভ্যারিয়েন্টের দাম চীনে সিএনওয়াই ৩,৬৯৯ (প্রায় ৪৩,০০০ টাকা)। অন্যদিকে, Mi 11-এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে সিএনওয়াই ৩,৯৯৯ (প্রায় ৪৫,০০০ টাকা), যা Xiaomi 12-এর তুলনায় কিছুটা বেশি।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

20 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

27 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

36 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

47 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago