iPhone ব্যবহারকারীদের জন্য খুশির খবর, আগামী সপ্তাহ আসছে 5G সাপোর্ট সহ বড় আপডেট

গত অক্টোবরের শুরুতেই ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেছে ৫জি পরিষেবা। বিভিন্ন টেলিকম ও স্মার্টফোন নির্মাতারা যৌথভাবে এদেশের বিভিন্ন প্রান্তে যত দ্রুত সম্ভব সাম্প্রতিকতম প্রজন্মের সেলুলার নেটওয়ার্ক পরিষেবাটি পৌঁছে দেওয়ার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। সেইমতো মার্কিন টেক ব্র্যান্ড অ্যাপল (Apple)-ও গতমাসে ঘোষণা করেছিল যে, তারা এবছর ডিসেম্বর মাসের মধ্যেই ভারতে iPhone-গুলির জন্য একটি ৫জি সাপোর্ট আপডেট রোল আউট করবে। যদিও, আইফোনে চূড়ান্তভাবে ৫জি পরিষেবা চালু হওয়ার সঠিক তারিখটি জানা যায়নি। তবে, এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, মার্কিন প্রযুক্তি সংস্থাটি আগামী সপ্তাহে ভারতে ৫জি সংযোগের জন্য iOS 16.2-এর একটি বিটা (Beta) বিল্ড রোল আউট করবে। ভারত সরকার ৫জি সফ্টওয়্যার আপডেট প্রকাশের জন্য অরিজিনাল ইক্যুপমেন্ট ম্যানুফ্যাকচার বা ওইএম (OEM)-গুলিকে চাপ দেওয়ার পরেই এই খবরটি সামনে এসেছে।

iOS 16.2-এর Beta বিল্ড ভারতে রোল আউট হতে পারে আগামী সপ্তাহেই

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (The Indian Express)-এর নতুন রিপোর্ট অনুযায়ী, আইওএস ১৬.১ (iOS 16.1) সফ্টওয়্যার আপডেটটি সম্প্রতি রোল আউট হয়েছে। আর, অ্যাপল ইতিমধ্যেই আইওএস ১৬.২ (iOS 16.2)-এর ওপর কাজ করছে। এর বিটা (Beta) সংস্করণটি আগামী সপ্তাহের প্রথম দিকেই প্রকাশিত হতে চলেছে। অ্যাপল আসন্ন আপডেটের সাথেই ভারতীয় আইফোন মডেলগুলিতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট পরীক্ষা করা শুরু করবে বলে জানা গেছে। এটি ডিসেম্বরে ৫জি সাপোর্টের চূড়ান্ত পূর্ণাঙ্গ লঞ্চের আগে আসতে চলেছে। আসন্ন বিটা বিল্ডটি লেটেস্ট আইফোন ১৪, ১৩, ১২ সিরিজ এবং আইফোন এসই ২০২২-এ ৫জি সাপোর্ট নিয়ে আসবে।

এছাড়াও, রিপোর্টে জানানো হয়েছে ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং রিলায়েন্স জিও (Reliance Jio)-এর মতো শীর্ষস্থানীয় টেলিকোগুলির নেটওয়ার্কের সাথে আইফোন ব্যবহারকারীরা আগামী সপ্তাহে শুরু হওয়া বিটা সফ্টওয়্যার প্রোগ্রামে অংশগ্রহণের জন্য যোগ্য হবেন। যারা চূড়ান্ত লঞ্চের আগে তাদের আইফোনগুলিতে ৫জি পরিষেবা পরীক্ষা করতে চান তারা অ্যাপলের বিটা সফ্টওয়্যার প্রোগ্রাম ওয়েবসাইটে সাইন আপ করে আইওএস ১৬.২ বিটাতে আপডেট করার বিষয়ে বিবেচনা করতে পারেন। এটি ব্যবহারকারীদের আইওএস ১৬.২ সফ্টওয়্যারের প্রি-রিলিজ অ্যাক্সেস করতে এবং লেটেস্ট ফিচারগুলি উপভোগ করতে সাহায্য করবে।

উল্লেখযোগ্যভাবে, Beta বিল্ডগুলি সাধারণত স্টেবল (Stable) সংস্করণের মতো নির্ভরযোগ্য নয়। ব্যবহারকারীরা তাদের ডিভাইসে পারফরম্যান্স এবং বাগের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই কোনও আইফোন মডেল যদি দৈনন্দিন প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহার হয়ে থাকে, তাহলে তাতে iOS 16.2 Beta ইনস্টল না করাই শ্রেয়।