Samsung, Apple কে টেক্কা দিতে তিন-তিনটি ট্যাবলেট আনছে Xiaomi

মূলত স্মার্টফোন নির্মাতা হিসেবে বাজারে পা রাখলেও, বিগত কয়েক বছরে Xiaomi হয়ে উঠেছে স্বতন্ত্র এবং মূলধারার একটি ব্র্যান্ড। সংস্থার বিভিন্ন রকম টিভি, ইয়ারফোন বা অন্যান্য…

মূলত স্মার্টফোন নির্মাতা হিসেবে বাজারে পা রাখলেও, বিগত কয়েক বছরে Xiaomi হয়ে উঠেছে স্বতন্ত্র এবং মূলধারার একটি ব্র্যান্ড। সংস্থার বিভিন্ন রকম টিভি, ইয়ারফোন বা অন্যান্য গ্যাজেটের চাহিদা এখন তুঙ্গে! গ্রাহক মহলে সমাদৃত সংস্থার সাব-ব্র্যান্ড Redmi এবং Mi ল্যাপটপগুলিও। আবার সময়ের সাথে তাল মিলিয়ে নতুন কিছু করার ক্ষেত্রেও এই চীনা টেক জায়ান্ট সংস্থাটির নাম এখন Apple বা Samsung-এর পাশে বিরাজ করে। সেক্ষেত্রে গত তিন-চার মাসে, একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিংবা নতুন ফোল্ডেবল হ্যান্ডসেট লঞ্চ করার পর এবার Xiaomi সম্ভবত তার ট্যাবলেট ব্যবসার দিকেও মনোনিবেশ করতে চলেছে। সম্প্রতি একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে যে, তারা প্রিমিয়াম স্পেসিফিকেশন যুক্ত তিনটি অ্যান্ড্রয়েড ট্যাবলেটের ওপর কাজ করছে। এই হাই-এন্ড ট্যাবলেটগুলি খুব সহজেই বাজারের চাহিদা পূরণ করবে এবং Apple বা Samsung-এর এই জাতীয় হাতেগোনা ডিভাইসের বিকল্প হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আসলে হালফিলে শাওমি (Xiaomi) তার লেটেস্ট কাস্টম স্কিন MIUI 12.5 প্রকাশ করার পর, বহু প্রযুক্তি বিশারদ চ্যানেলই এটির কোড ডিসকম্পাইল করার চেষ্টা করেছে। আর এই ডিসকম্পাইলেশনে সফল হওয়ার পর এক্সডিএ (XDA) ডেভেলপার জানিয়েছে যে, তারা শাওমির এই সফ্টওয়্যারে ট্যাবলেটের কিছু কার্যকারিতা সমর্থন করার কথা এবং তিনটি ট্যাব ডিভাইসের নাম একাধিকবার লক্ষ্য করেছেন। MIUI-এর সিস্টেম অ্যাপ্লিকেশনগুলির রেফারেন্স অনুসারে, এই তিনটি ডিভাইসের কোডনাম দেওয়া হয়েছে ‘elish’, ‘enuma’ এবং ‘nebu’।

বলে রাখি, এই কোডনাম তিনটি MIUI-এর সেটিংস অ্যাপ্লিকেশনে পরিলক্ষিত হয়েছে, যা ডিভাইসে ফোল্ডেবল ডিসপ্লের উপস্থিতির ইঙ্গিত দিয়েছে। এক্ষেত্রে এক্সডিএ, শাওমি সংক্রান্ত খবর সরবরাহকারী এক টিপস্টারের টেলিগ্রাম চ্যানেলের ফাইল অ্যানালাইসিসের কথা উল্লেখ করেছে, যেখানে এই ট্যাবগুলির কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন বর্ণিত হয়েছে। ওই টিপস্টারের বক্তব্য অনুযায়ী, এই ডিভাইসগুলিতে আইপিএস এলসিডি ডিসপ্লে, ১৫৬০×১৬০০ স্ক্রিন রেজোলিউশন, ১৬:১০ স্ক্রিন রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট দেখা যাবে। থাকতে পারে ৮,৭২০ এমএএইচ ব্যাটারিও।

উল্লেখ্য, শাওমির Mi ব্র্যান্ডনেমযুক্ত পুরনো ট্যাবগুলিতে আগেই এমন চমকপ্রদ ফিচার দেখা গেছে যা Google, Samsung বা Apple-এর নামিদামি ডিভাইসগুলিকে অনেক ক্ষেত্রেই টেক্কা দিতে পারে। সেক্ষেত্রে এই নতুন তিনটি শাওমি ট্যাবলেট কোয়ালকমের হাই-এন্ড স্ন্যাপড্রাগন 8XX সিরিজের চিপসেটে চলবে বলে মনে হচ্ছে। এর মধ্যে ‘elish’ এবং ‘enuma’ মডেলগুলিতে স্ন্যাপড্রাগন ৮৬৫, ৮৬৫ প্লাস বা ৮৭০ চিপসেট দেখা যেতে পারে। অন্যদিকে, ‘nebu’ ট্যাবলেটটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫, ৮৫৫ প্লাস বা ৮৬০ চিপসেট। তদুপরি এটি সিস্টেম অ্যাপ্লিকেশনগুলির জেসচার ওপরেও গুরুত্ব দিতে পারে। এখন দেখার বিষয় এটাই যে, সংস্থার এই ট্যাবলেটগুলির ওপর থেকে কবে পর্দা ওঠে এবং এগুলি কত উন্নত বা বিকশিত সফ্টওয়্যার সহ আসে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন