ভারতে শাওমির বিরল কীর্তি, একসপ্তাহে বিক্রি করলো ৫০ লক্ষ স্মার্টফোন

প্রথমে করোনার উৎসস্থল হওয়ায়, এবং পরবর্তীতে লাদাখ সীমান্তে গন্ডগোলের জেরে, ভারতে চীনা প্রোডাক্ট বর্জনের ডাক সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকলো। Counterpoint রিসার্চ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কয়েকদিন আগেই জানা গেছে, বছরের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের বাজারে শাওমির স্মার্টফোন বিক্রি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়পর্বে ভারতীয় স্মার্টফোন বাজারের ২৬.১ শতাংশ শেয়ার দখলে রেখে অন্য সমস্ত কোম্পানিকে ছাপিয়ে গিয়েছে Xiaomi। আজ কোম্পানির তরফে দাবি করা হয়েছে, গত সপ্তাহে তারা ভারতে প্রায় ৫০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে!

আজ্ঞে হ্যাঁ, সারাদেশজুড়ে Mi বা শাওমির ১৫,০০০ সহকারী রিটেলার এই অসাধ্যসাধন করে দেখিয়েছে। ফ্লিপকার্ট এবং অ্যামাজনের ফেস্টিভ সিজন সেলের কারণেও এই বিপুল অঙ্কের ব্যবসাকে স্পর্শ করা গিয়েছে বলেও Mi ভারতের মুখ্য বাণিজ্য আধিকারিক রঘু রেড্ডি জানিয়েছেন। এই সময়ের মধ্যে প্রায় ১৭,০০০ এরও বেশী পিন কোডে তারা স্মার্টফোন পৌঁঁছে দিয়েছেন বলে রেড্ডির দাবী।

মাত্র এক হপ্তায় ৫০ লক্ষ ফোন বিক্রি বুঝিয়ে দেয় যে, এখনো শাওমির প্রতি ভারতীয়দের আস্থা বিনষ্ট হয়নি। সেকারণেই Mi কর্মকর্তার মুখে শোনা যাচ্ছে গর্বের সুর – ‘ভারতের কোনো মোবাইল নির্মাণকারী সংস্থা আজ পর্যন্ত এই বিরল কৃতিত্ব অর্জন করতে পারেনি। আগামী দিনেও আমরা ন্যূনতম মূল্যে সর্বাধিক গুণমানসম্পন্ন স্মার্টফোন বাজারে এনে মানুষের প্রয়োজন পূর্ণ করবো।’

শুধুমাত্র নতুন মোবাইল ক্রেতারা নয়, উৎসব উপলক্ষে চলা সেলের সুযোগ ব্যবহার করে অনেকেই তাদের পুরোনো স্মার্টফোনটির বিনিময়ে মিড – প্রিমিয়াম এবং প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন নতুন কিনেছেন। এই এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে থাকা Mi এর ১৫,০০০ সহকারী রিটেলার অন্য বছরের তুলনায় দ্বিগুণ পরিমাণ স্মার্টফোন বিক্রি করেছে বলে শাওমির দাবী।