Xiaomi 11i HyperCharge মাত্র 15 মিনিটেই ফুল চার্জড হবে, ভারতে লঞ্চের আগে ফাঁস হল আরও তথ্য

Xiaomi 11i-এর সঙ্গে চলতি মাসেই Xiaomi 11i HyperCharge ভারতে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। বিভিন্ন মহল থেকে জানা গিয়েছে, Xiaomi 11i ও 11i HyperCharge চীনে লঞ্চ হওয়া Redmi Note 11 Pro 5G এবং Redmi Note 11 Pro+ 5G-এর রিব্যাজড ভার্সন হিসেবে আসবে। এখন একটি রিপোর্ট থেকে Xiaomi 11i HyperCharge এর র‌্যাম, স্টোরেজ, এবং কালার ভ্যারিয়েন্ট সম্বন্ধীয় তথ্য উঠে এসেছে।

৯১ মোবাইলস টিপস্টার ঈশান আগরওয়ালের সূত্রকে উল্লেখ করে জানিয়েছে, Xiaomi 11i HyperCharge ভারতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। এটি খুব সম্ভবত বেস মেমরি ভার্সন। এছাড়া ফোনটি ক্যামো গ্রীন (Camon Green) এবং স্টিলথ ব্ল্যাক (Stealth Black) কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

শাওমি ১১আই হাইপারচার্জ স্পেসিফিকেশনস (প্রত্যাশিত) (Xiaomi 11i HyperCharge Expected Specifications)

যদি সত্যি সত্যি শাওমি ১১আই হাইপারচার্জ ফোনটি রেডমি নোট ১১ প্রো প্লাস এর রিব্যাজড ভার্সন হয়, তাহলে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন দেওয়া হতে পারে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার হবে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। শাওমি ১১আই হাইপারচার্জ ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেখা যেতে পারে।

শাওমি ১১আই হাইপারচার্জ ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ১২০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। শাওমির দাবি, এই চার্জিং ব্যবস্থায় ফোনের ব্যাটারি ১৫ মিনিটের মধ্যেই সম্পূর্ণ চার্জ হতে সক্ষম।