নিজেকে একটু রহস্যের মধ্যে রাখা পছন্দ করেন? Yamaha Aerox 155 আপনার জন্য বিশেষ রঙে হাজির

ভারতে নতুন রঙে লঞ্চ হল Yamaha Aerox 155। সংস্থার ‘আর-সিরিজ’ (R-Series) মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত হয়ে নতুন ‘মেটালিক ব্ল্যাক’ (Metallic Black) রঙে আনা হল পারফরম্যান্স কেন্দ্রিক এই ম্যাক্সি-স্কুটার। নতুন রঙের বিকল্পে আনা হলেও এর দাম বাড়ানো হয়নি। অন্য দুই কালার ভ্যারিয়েন্টের মতো এর মূল্য ১.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)৷

ইয়ামাহা গত সেপ্টেম্বরে বাজারে ইয়ামাহা এরোক্স ১৫৫ ম্যাক্সি স্কুটারটি লঞ্চ করেছিল। সেপ্টেম্বরের শেষান্তে সংস্থার ব্লু-স্কোয়ার শোরুমগুলি থেকে কেনা যাচ্ছিল এটি। রেসিং ব্লু এবং গ্ৰে ভার্মিলিয়ন – এই দুটি রঙের বিকল্পে এসেছিল এসেছিল স্কুটারটি। এখন এতে যোগ করা হল একটি নতুন রঙের বিকল্প – ‘মেটালিক ব্ল্যাক’।

তবে নতুন রঙের মডেলে যান্ত্রিক দিক থেকে কোনও পরিবর্তন করা হয়নি। এতে রয়েছে ১৫৫ সিসি ভেরিয়েবল ভাল্ভ অ্যাকুয়েশন যুক্ত ব্লু কোর লিকুইড কুল্ড ৪-স্ট্রোক ইঞ্জিন, এর থেকে ৮,০০০ আরপিএমে ১৫ পিএস শক্তি এবং ৬,৫০০ আরপিএমে ১৩.৯ এনএম টর্ক পাওয়া যাবে।

Yamaha Aerox 155 মেটালিক ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের ইঞ্জিনে রয়েছে একটি নতুন সিলিন্ডার হেড এবং একটি কম্প্যাক্ট কম্বাশন চেম্বার। যাতে উচ্চ কম্প্রেশন রেশিও এবং কম্বাশন এফিশিয়েন্সি অর্জন করা সম্ভব হয়।