Yamaha Aerox 155: ভারতে দুর্দান্ত ম্যাক্সি-স্কুটার আনছে ইয়ামাহা, দিওয়ালির সময় হতে পারে লঞ্চ

আপনি কি ভিন্ন রাইডিং এক্সপেরিয়েন্স-সহ আরও স্টাইলিশ এবং প্রাক্টিক্যাল স্কুটারের খোঁজ করছেন? তাহলে দিওয়ালি পর্যন্ত একটু সবুর করুন! আপনার স্বপ্নপূরণে ভারতে দুর্দান্ত ম্যাক্সি-স্কুটার আনতে চলেছে ইয়ামাহা (Yamaha)। ম্যাক্সি-স্কুটারের বাজারে ইয়ামাহা যে সত্যিই পা রাখার পরিকল্পনা করছে, সে কথা গত মাসে জানা গিয়েছিল। জল্পনা চলতে থাকে যে ইয়ামাহার ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক R15-এর ১৫৫ সিসি-র ইঞ্জিনের উপর ভিত্তি করে নতুন ম্যাক্সি-স্কুটারটির আত্মপ্রকাশ ঘটবে। এবার এটি পরিবহন দপ্তরের ছাড়পত্র পেয়ে গেল। টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট অনুসারে, ইয়ামাহার আপকামিং ম্যাক্সি-স্কুটারের নাম Yamaha Aerox 155। মডেলটি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স-এর মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে অনেক আগে থেকেই বিক্রি হচ্ছে।

Maxi Scooter-এর বিশেষত্ব

ম্যাক্সি-স্কুটারের আকার সাধারণ স্কুটারের চেয়ে চেহারায় অনেকটাই বড়। ইঞ্জিন ক্যাপাসিটি যেমন বেশি থাকে, তেমনি চালাতেও আরাম। ম্যাক্সি-স্কুটারের লুকস, স্পেস, বুট স্টোরেজ – সবকিছুই চমৎকার। লম্বা সফর করার জন্য ম্যাক্সি-স্কুটার উপযুক্ত সঙ্গী। এক কথায়, স্কুটারের আধুনিকতম ভার্সন হল ম্যাক্সি-স্কুটার। 

Yamaha Aerox 155-এর Type Approval Certificate

টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট থেকে জানা গিয়েছে যে, ভারতীয় বাজারে Yamaha Aerox 155 মডেলের ম্যাক্সি-স্কুটারের দৈর্ঘ্য হবে ১৯৮০ মিমি, চওড়া ৭০০ মিমি, ও উচ্চতা ১১৫০ মিমি, হুইলবেস ১৩৫০ মিমি। এর ১৫৫ সিসি ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার আউটপুট ১১ কিলোওয়াট (৮,০০০ আরপিএম গতিতে)। অর্থাৎ R15-এর ইঞ্জিন ব্যবহার করা হলেও Aerox 155 কম পাওয়ার উৎপন্ন করবে।

Yamaha Aerox 155 ফিচার

ফুল-এলইডি লাইটিং সেটআপ, ২৫ লিটার বুট স্টোরেজ, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি সিস্টেম, ফ্রন্ট ডিস্ক ব্রেক, এবং সিঙ্গেল চ্যানেল এবিএস – আর্ন্তজাতিক বাজারে বিক্রিত Yamaha Aerox 155 স্কুটারের ফিচারের মধ্যে উল্লেখযোগ্য। তবে, ভারতীয় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আরও নতুন ফিচার যুক্ত করতে পারে ইয়ামাহা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন