Yamaha E01 E-Scooter: নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে এল ইয়ামাহা, 104 কিমি রেঞ্জ, লিজে নেওয়া যাবে

নিওস (Neo’s ) ইলেকট্রিক স্কুটার ইউরোপের বাজারে কিছুদিন আগেই লঞ্চ করেছে ইয়ামাহা (Yamaha)। এবারে দীর্ঘদিন ধরে বহু চর্চিত ইয়ামাহা ই০১ (Yamaha E01) ম্যাক্সি ইলেকট্রিক স্কুটারের প্রদর্শনী মডেলটি নিজের দেশের বাজার অর্থাৎ জাপানে হাজির করল সংস্থাটি। তবে মজাদার বিষয় হল প্রাথমিক ভাবে সেটি লিজে দেওয়া হবে৷ গ্রাহকরা সেটি তিন মাসের জন্য লিজ নিতে পারবেন। যার জন্য কর বাবদ গ্রাহকদের ২০,০০০ ইয়েন দিতে হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৬৬৮ টাকার সমান। কেনার আগে ওই তিন মাসে সেটি চালিয়ে পুরোদস্তুর পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। তবে নির্বাচিত ক’জনই এটি ভাড়ায় নিতে পারবেন।

ইউরোপ, তাইওয়ান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং মালয়েশিয়া-তে এই কার্যক্রমটি জুলাই মাস থেকে চালু করবে Yamaha। জাপানি সংস্থার কথায় এটি হল বাস্তবিক অর্থে ‘প্রুফ ওফ কনসেপ্ট টেস্টিং’ বা নমুনা মডেলটির প্রমাণ। উল্লেখ্য, ২০১৯-এর টোকিও মোটর শো-তে Yamaha E01 কনসেপ্ট মডেলটি প্রদর্শন করা হয়েছিল। সে সময় দাবি করা হয়েছিল, এটি পেট্রোলচালিত চালিত ১২৫ সিসি স্কুটারের সমকক্ষ। এতে এসি সিনক্রোনাস মোটর দেওয়া হয়েছে, যা ৮.১ কিলোওয়াট পাওয়ার এবং ৩০ নিউট্রন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম।

আবার Yamaha E01-এর ৪.৯ কিলোওয়াট আওয়ার নন-রিমুভেবল ব্যাটারি প্যাকটি ১০৪ কিমি রেঞ্জ অফার করবে বলে দাবি করেছে Yamaha। এতে উপস্থিত তিন ধরনের চার্জিং প্রণালী : কুইক চার্জার (এক ঘন্টায় হবে ০-৯০% চার্জ), নর্মাল চার্জার (৫ ঘন্টায় হবে সম্পূর্ণ চার্জ) এবং পোর্টেবল চার্জার (১৪ ঘন্টায় পুরো চার্জ হবে)। অত্যাধুনিক ডিজাইনের এই ইলেকট্রিক স্কুটারে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সম্পূর্ণ এলইডি লাইটিং, তিনটি রাইডিং মোড, ট্রাকশন কন্ট্রোল, ২৩ লিটার আন্ডার সিট স্টোরেজ, চার্জিং পোর্ট সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে৷

প্রোডাকশন ভার্সন বাজারে নিয়ে আসার আগে গ্রাহকদের থেকে তাঁদের পছন্দের খুঁটিনাটি জানতেই এই পদক্ষেপ নিয়েছে Yamaha। এই প্রদর্শনী মডেলটি গাড়ি ভাড়ায় খাটানো সংস্থা, স্থানীয় সরকার, সরকারি দফতরগুলিতে ভাড়ায় দিতে চাইছে কোম্পানি, যাতে ব্যবহারকারীদের ফিডব্যাক অনুযায়ী চূড়ান্ত মডেলটির উন্নয়ন করা যায়।