পুরানো ফোনের বদলে ৪৭,৭০০ টাকা পর্যন্ত দিচ্ছে Apple, সুযোগ নিতে পারবেন Android ডিভাইস‌ ইউজাররাও

আপনি যদি একটি iPhone কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর! আসলে Apple তাদের একাধিক iPhone মডেলের জন্য একটি নতুন ট্রেড-ইন (Tread-in) স্কিম নিয়ে এসেছে ভারতে। এক্ষেত্রে, ‘ট্রেড-ইন’ শব্দের সাথে যারা পরিচিত নন তাদের জানিয়ে দিই যে, একটি নতুন ফোন কেনার সময়ে আপনি যদি নিজের পুরানো মোবাইল এক্সচেঞ্জ করতে চান, তবে টেক জায়ান্টটি আপনার ব্যবহৃত ফোনের বিনিময়ে নির্দিষ্ট পরিমান এক্সচেঞ্জ বোনাস অফার করবে। প্রসঙ্গত, আগে এই স্কিমটি শুধুমাত্র Apple ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ ছিল। কিন্তু এখন সমস্ত Android ডিভাইসের মালিকরাও তুলতে পারবেন। সর্বোপরি, এই নয়া স্কিমের দৌলতে আপনারা একটি ঝাঁচকচকে নতুন iPhone, ৫০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে পকেটস্থ করে নিতে পারবেন।

Trade-In স্কিমের অধীনে কত টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে?

আপনারা হয়তো অনেকেই জানতে উৎসুক যে, টেক জায়ান্ট অ্যাপল ঘোষিত এই ট্রেড-ইন অফারের অধীনে ঠিক কত টাকার এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি যে, এই এক্সচেঞ্জ অফারের অধীনে পুরোনো আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন আপগ্রেড করে একটি নতুন আইফোন মডেল খরিদ করলে, সর্বনিম্ন ৫,২০০ টাকা থেকে সর্বোচ্চ ৪৯,৭০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

প্রসঙ্গত, আপনারা যদি নিজেদের পুরোনো হ্যান্ডসেটের এক্সচেঞ্জ ভ্যালু সম্পর্কে জানতে চান, তাহলে এর জন্য অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এবং নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে :

১. পুরোনো মোবাইলের এক্সচেঞ্জ ভ্যালু সম্পর্কে জানতে, প্রথমেই অ্যাপলের অফিসিয়াল সাইট ওপেন করুন।

২. এবার এখানে আপনি একাধিক প্রজন্মের আইফোন বিকল্প দেখতে পাবেন। আপনার পছন্দের একটি আইফোন মডেল নির্বাচন করুন এবং ট্রেড-ইন বিকল্পে ক্লিক করুন।

৩. এরপর একটি নতুন পপ-ইন উইন্ডো স্ক্রিনে ভেসে উঠবে। এখানে, আপনাকে আপনার পুরানো ফোন সম্পর্কিত তথ্যাদি লিখতে হবে। উদাহরণস্বরূপ, মোবাইলের IMEI এবং সিরিয়াল নম্বর এন্টার করতে বলা হবে আপনাকে। এমনকি, আপনার দ্বারা ব্যবহার করা ফোনটির ডিসপ্লে বা বডি যথাযথ আছে নাকি ক্ষতিগ্রস্থ হয়েছে, এই সকল তথ্যও প্রদান করতে হবে।

৪. এই পুরো ট্রেড-ইন বিকল্পের ফর্মটি পূরণ করা হয়ে গেলে, পুরানো ফোনের আসল দাম বা এক্সচেঞ্জ ভ্যালু দেখানো হবে স্ক্রিনে।

৫. পরিশেষে, আপনার দ্বারা নির্বাচিত নতুন আইফোনের দাম থেকে পুরানো ফোনের ‘এক্সচেঞ্জ ভ্যালু’ বাদ দিয়ে দেওয়া হবে।

Trade-In স্কিমের আওতায় পুরোনো ফোন নিতে কে আসবে?

একটি নতুন আইফোন বুকিং করার পর, নির্দিষ্ট ‘ডেলিভারি ডেট’ -এ সংস্থার তরফ থেকে একজন এক্সিকিউটিভ আসবেন আপনার ঠিকানায়। সংস্থার এই কার্যনির্বাহী ব্যক্তিটি আপনার পুরনো ফোন সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই করে নেবে। আর, নতুন আইফোন মডেলটি আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও এনারই থাকবে।

প্রসঙ্গত, ট্রেড-ইন বিকল্পটি ভারতের নির্বাচিত কয়েকটি রাজ্যের জন্যই শুধুমাত্র উপলব্ধ। এক্ষেত্রে, এই এক্সচেঞ্জ জনিত সুবিধা আপনার শহরে পাওয়া যাবে কিনা তা জানতে আপনাকে অ্যাপলের অফিসিয়াল সাইটে যেতে হবে।