Yamaha Fazzio 125: হাইব্রিড প্রযুক্তির সঙ্গে নতুন স্কুটার লঞ্চ করল ইয়ামাহা

বাজারে এল হাইব্রিড প্রযুক্তির স্কুটার Yamaha Fazzio 125। স্কুটারটিতে Yamaha Fascino ও Ray ZR এর সম প্রযুক্তির হাইব্রিড ১২৫ সিসি মোটর দেওয়া হয়েছে। দুটি ভ্যারিয়েন্টে এসেছে স্কুটারটি – Yamaha Fazzio Neo ও Yamaha Fazzio Lux। Neo মডেলটি চারটি এবং Lux দুটি রঙয়ের বিকল্পে বেছে নেওয়া যাবে। আসুন Yamaha Fazzio 125-এর ফিচার, ইঞ্জিন ও দাম কত, তা জেনে নেওয়া যাক।

ইয়ামাহা ফ্যাজিও ১২৫ স্পেসিফিকেশন ও ফিচার্স (Yamaha Fazzio 125 Specification & Features)

ইয়ামাহা ফ্যাজিও ১২৫ (Yamaha Fazzio 125)-তে রয়েছে একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, যা ব্লুটুথ কানেক্টিভিটি এবং ইয়ামাহার Y-connect অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মার্টফোনের সাথে সংযোগ স্থাপন করা যাবে। অন্যান্য ফিচারগুলির মধ্যে হাইব্রিড স্কুটারটিতে আছে একটি ফোন চার্জিং সকেট, একটি ফুল এলইডি হেডলাইট এবং একটি কিলেস লক/আনলক সিস্টেম।

চলার শক্তি জোগাতে এতে দেওয়া হয়েছে একটি ১২৪.৮৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ব্লু-কোর হাইব্রিড প্রযুক্তির ইঞ্জিন, যা থেকে ৬,০০০ আরপিএম গতিতে ৮.৩ বিএইচপি শক্তি এবং ৪,৫০০ আরপিএম গতিতে ১০.৬ এনএম টর্ক পাওয়া যাবে। এতে উপস্থিত সিভিটি ট্রান্সমিশন, যার সাহায্যে স্কুটারটির পেছনের চাকায় চালিকাশক্তি উৎপন্ন হয়।

এছাড়াও ইয়ামাহা ফ্যাজিও হাইব্রিড ১২৫-এ রয়েছে একটি স্মার্ট মোটর জেনারেটর প্রযুক্তি, যা স্কুটারটি চলমান হওয়ার প্রাথমিক পর্যায়ে টর্ক বাড়ানোর পাশাপাশি জ্বালানি সঞ্চয়ে সহায়তা করে। ভারতের অল্প কিছু সংখ্যক স্কুটারেই রয়েছে এই প্রযুক্তি।

ইয়ামাহা ফ্যাজিও ১২৫ দাম (Yamaha Fazzio 125 Price)

যেহেতু Yamaha Fazzio Hybrid 125 ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ হয়েছে, তাই সেখানকার দাম ২১.৭ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপাইয়া (প্রায় ১.১২ লাখ টাকা)। তবে ভারতের বাজারে স্কুটারটি আদৌও লঞ্চ হবে কিনা, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।