Yamaha FZ-X ১৮ জুন বাজারে আসছে? লঞ্চ ইভেন্টের আয়োজন করলো কোম্পানি

১৮ জুন ইয়ামাহা (Yahama) ভারতে একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট হোস্ট করতে চলেছে৷ এই মর্মে জাপানি কোম্পানিটি সংবাদমাধ্যমকে আমন্ত্ৰণ জানাতে শুরু করল। বরাবরের মতো এবারও আপকামিং ইভেন্টের বিষয়ে ইয়ামাহা বিস্তারিত জানায়নি৷ তবে ইয়ামাহা ওই দিন মডার্ন রেট্রো স্টাইলের মোটরসাইকেল FZ-X (এফজেড-এক্স) অফিসিয়ালি লঞ্চ করবে বলেই আমরা অনুমান করছি। কোম্পানির তরফে ইতিমধ্যেই FZ-X নামের স্বত্ব বা ট্রেডমার্ক দায়ের হয়েছে। আবার গত মাসে, বিজ্ঞাপনী ভিডিও তোলার সময় সম্পূর্ণ বাইকটির চিত্র অনলাইনে ফাঁস হয়েছিল।

নতুন Yamaha FZ-X অনেকটা Yamaha XSR 155 রেট্রো বাইকের মতো দেখতে, যা আগে থেকেই আর্ন্তজাতিক বাজারে উপলব্ধ। Yamaha FZ-X গোল এলইডি হেডল্যাম্প, ব্ল্যাকড আউট এলইডি, অ্যালুমিনিয়ামের হেডল্যাম্প ব্র্যাকেট, ফ্ল্যাট সিট, ছোট রেডিয়েটর গার্ড, এবং টিয়ারড্রপ শেপের ফুয়েল ট্যাঙ্ক সহ আসবে। সাথে থাকবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

ইয়ামাহা এফজেড-এক্স-এর স্পাই ছবি দেখে কালার অপশনের বিষয়টিও নিশ্চিত করা গিয়েছিল। ইয়ামাহা এফজেড-এক্স তিনটি রঙে লঞ্চ হতে পারে – অরেঞ্জ, ব্লু, এবং ব্ল্যাক। আবার মোটরসাইকেলটি আরামদায়ক রাইডিং পোশ্চার অফার করবে। ফলে নিত্যদিনের যাতায়াত বা লম্বা দূরত্ব সফরের জন্য ইয়ামাহা এফজেড-এক্স একদম উপযুক্ত হবে।

ফাঁস হওয়া নথি অনুসারে Yamaha FZ-X বাইকে থাকবে ১৪৯ সিসি-র ইঞ্জিন, যা ৭,২৫০ আরপিএম গতিতে ১২.২ বিএইচপি শক্তি জেনারেট করবে। যেহেতু FZ মডেলেও একই ইঞ্জিন ব্যবহার হয়েছে। তাই সর্বোচ্চ টর্ক ১৩.৩ এনএম হবে বলে ধরে নেওয়া যায়।

Yamaha FZ-X launch in India 18 June

Yamaha FZ-X দৈর্ঘ্যে ২০২০ মিমি, প্রস্থে ৭৮৫ মিমি, এবং লম্বায় ১১১৫ মিমি। বাইকটির হুইলবেসের পরিমাপ ১৩৩০ মিমি। এগজিস্টিং FZ সিরিজের মতোই আসন্ন Yamaha FZ-X টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্কস, রিয়ার মনোশক সাসপেনশন, এবং ডিস্ক ব্রেকের সাথে আসবে।

Yamaha FZ-X ভারতে ১.১৫ লক্ষ টাকার কাছাকাছি প্রাইস পয়েন্টে লঞ্চ হতে পারে। নিজের সেগমেন্টে একমাত্র রেট্রো বাইক হলেও Honda X-Blade, Bajaj Pulsar NS160, এবং TVS Apache RTR 160-এর প্রতিদ্বন্দ্বীতার মুখে Yamaha FZ-X পড়বে। তবে রেট্রো থিমের মোটরসাইকেলের ওপর মানুষের আকর্ষণ সহজাত। ফলে বিষয়টি Yamaha FZ-X এর কাছে বড় অ্যাডভান্টেজ হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন