Yamaha FZ-X : রেট্রো ডিজাইনের সবচেয়ে সস্তা বাইক ভারতে লঞ্চ হল, ব্লুটুথ ফিচার সহ পাবেন এতকিছু!

ক্লাসিক স্টাইলের বাইক, কিন্তু থাকবে আধুনিকতার ছোঁয়া। অসংখ্য বাইকপ্রেমীদের এমনই আবদার মেটাতে আজ হাজির হল Yamaha FZ-X। প্রতীক্ষার অবসান ঘটিয়ে Yamaha আজ রেট্রো-রোডস্টার ডিজাইনের এই বাইকের ওপর থেকে অফিসিয়ালভাবে পর্দা সরিয়েছে।

Yamaha FZ-X ভ্যারিয়েন্ট, দাম

ইয়ামাহা এফজেড-এক্স দু’টি ভ্যারিয়েন্টে এসেছে – স্ট্যান্ডার্ড ও ব্লুটুথ৷ স্ট্যান্ডার্ড ভার্সনে বাইকটির দাম ১.১৬ লক্ষ টাকা। ইয়ামাহা এফজেড-এক্স বাইকের ব্লুটুথ এনাবেল্ড ভার্সন কেনার জন্য ১.১৯ লক্ষ টাকা খরচ করতে হবে। উল্লেখ্য, দামগুলি দিল্লির এক্স-শোরুমের।

Yamaha FZ-X কালার অপশন, বুকিং অফার

ইয়ামাহা এফজেড-এক্স ম্যাট কপার, ম্যাট ব্ল্যাক, এবং মেটালিক ব্লু কালার অপশনে বেছে নেওয়া যাবে। বুকিং ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। বাইকটির প্রথম ২০০ জন ক্রেতা উপহার হিসেবে G-Shock রিস্টওয়াচ পাবেন। এই মাস থেকেই ইয়ামাহা এফজেড-এক্স ক্রেতাদের কাছে পোঁছে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।

Yamaha FZ-X ডিজাইন

আর্ন্তজাতিক বাজারে উপলব্ধ Yamaha XSR 155 রেট্রো বাইকের অনুকরণে Yamaha FZ-X কে সাজিয়ে তোলা হয়েছে। Yamaha FZ-X গোল ব্ল্যাকড আউট হেডল্যাম্প, অ্যালুমিনিয়ামের হেডল্যাম্প ব্র্যাকেট, ফ্ল্যাট সিট, বুমেরাং শেপের সাইড ফেয়ারিং, ব্ল্যাকড আউট এগজস্ট এবং টিয়ারড্রপ শেপের ফুয়েল ট্যাঙ্ক সহ এসেছে। রোডস্টার ডিজাইনের বাইক হওয়ার ফলে Yamaha FZ-X এর ফুয়েল ট্যাঙ্কের মাঝখানে ব্ল্যাক মেটাল স্ট্রিপ লক্ষ্য করা যাবে। সিঙ্গেল পিস রেইজড হ্যান্ডেলবার সহ বাইকটি আপ-রাইট রাইডিং জিওমেট্রি অফার করবে। আবার সিটের ভাল কুশনিং রিলাক্সড রাইডিং পজিশনের পরিপূরক।

Yamaha FZ-X : ইঞ্জিন

Yamaha FZ-X বাইকে  ১৪৯ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড  ইঞ্জিন রয়েছে, যা ৭,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১২.২ বিএইচপি শক্তি ও ৫,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৩,৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকে গিয়ারের সংখ্যা পাঁচটি।

Yamaha FZ-X সাসপেনশন ও ব্রেক

ইয়ামাহা এফ-জেড এক্স এর মেকানিক্যাল পার্টস স্ট্যান্ডার্ড এফজেড মডেলের থেকে ধার করা হয়েছে। সুতরাং, রেট্রো ক্লাসিক বাইকটির সামনে টেলিস্কোপিক ফোর্কস ও পিছনে প্রি-লোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে। বাইকে ২৮২ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক ও ২২০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক আছে।

Yamaha FZ-X ফিচার

ইয়ামাহা এফজেড-এক্স এর দু’টি ভ্যারিয়েন্টেই ইন্টিগ্রেটেড ডিআরএল সহ এলইডি হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফিচার, ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সিঙ্গেল চ্যানেল এবিএস, ব্লক প্যাটানের্র টায়ার রয়েছে।

ইয়ামাহা এফজেড-এক্স এর ব্লুটুথ এনাবেল্ড ভার্সনে অতিরিক্ত হিসেবে স্মার্টফোন কানেক্টিভিটি সিস্টেম উপলব্ধ। ফিচারটির সুবিধা নেওয়ার জন্য Yamaha Motorcycle Connect X অ্যাপ ডাউনলোড করে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে হবে। এরপর স্মার্টফোনের মাধ্যমেই রাইডিং হিস্ট্রি ও ব্যাটারি স্টেটাস দেখা, পার্কিং রেকর্ড চেক করা, বাইক লোকেট করা, ই-লক, হ্যাজার্ড লাইট অন করা যাবে। এছাড়া অ্যানসার ব্যাক বা এসএমএস এলার্টের মতো ফোন রিলেটেড ফিচারও অ্যাক্সেস করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন