আগস্টের পর ফের এই মাসে Yamaha MT 15 V2 মোটরসাইকেলের দাম বাড়ল

পারফরম্যান্স ভিত্তিক মোটরসাইকেলের মধ্যে ভারতের বাজারে Yamaha MT 15 V2-এর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। স্টাইলিং, ফিচার ও...
SUMAN 8 Oct 2022 8:09 PM IST

পারফরম্যান্স ভিত্তিক মোটরসাইকেলের মধ্যে ভারতের বাজারে Yamaha MT 15 V2-এর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। স্টাইলিং, ফিচার ও পারফর্ম্যান্স – সবদিক থেকেই এটি অসংখ্য ক্রেতার মন জিতে নিয়েছে। এদেশে মোটরসাইকেলটি একাধিক রঙের বিকল্পে বেছে নেওয়া যায়। কিন্তু দিওয়ালির আগে MT 15 V2-এর সমস্ত কালার ভ্যারিয়েন্টের মূল্য বৃদ্ধির কথা ঘোষণা করল ইয়ামাহা (Yamaha)। তবে এই দরবৃদ্ধি কোনো ক্রেতাকেই দুশ্চিন্তায় ফেলবে না, তা হলফ করে বলা যায়। কারণ এবারে মডেল পিছু মাত্র ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত আগস্টে শেষবার MT 15 V2-এর দাম বাড়ানোর পথে হেঁটেছিল ইয়ামাহা। সেবার মূল্যবৃদ্ধির পরিমাণ ছিল ১,৫০০ টাকা। বর্তমানে বাইকটির মেটালিক ব্ল্যাক মডেলটির দাম ১,৬৩,৯০০ টাকা। আইস ফ্লুও, সিয়ান স্টর্ম ও রেসিং ব্লু কালার স্কিমের বর্তমান বাজারমূল্য ১,৬৪,৯০০ টাকা। আবার মোটোজিপি এডিশনটির দাম ১,৬৫,৯০০ টাকা।

Yamaha MT 15 V2-এর দরবৃদ্ধি ঘটলেও এর কারিগরিতে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই R15-এর একটি ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে এটি। যার আউটপুট ১৮.১৪ বিএইচপি এবং ১৪.১ এনএম টর্ক। অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ সহ এতে ৬-গতির গিয়ারবক্স দেওয়া হয়েছে। প্রিমিয়াম হার্ডওয়্যারের মধ্যে এতে উপস্থিত ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং একটি অ্যালুমিনিয়াম সুইংআর্ম।

ব্রেকিংয়ের দায়িত্ব সামলাবার জন্য সিঙ্গেল চ্যানেল এবিএস সহ দু’চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। MT 15 V2-এর ফিচারের তালিকায় একটি এলইডি হেডল্যাম্প, টেলল্যাম্প এবং একটি এলসিডি কনসোলের দেখা মেলে। কনসোলটির সাথে ব্লুটুথ এর মাধ্যমে চালক তাঁর স্মার্টফোনটি কানেক্ট করতে পারবেন। স্মার্ট ডিসপ্লেতে ফোন কল, মেসেজ অ্যালার্ট, লাস্ট পার্কিং লোকেশন সহ আরও গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে। ১০ লিটার ফুয়েল ট্যাঙ্ক সহ বাইকটির ওজন ১৩৯ কেজি।

Show Full Article
Next Story