Yamaha MT-15 ভারতে নয়া অবতারে ফিরছে, শীঘ্রই লঞ্চ, আকর্ষণীয় ফিচার থাকবে, বুকিং শুরু

বিগত দু’মাস ধরে ভারতের বাজারে Yamaha MT-15 এর বিক্রি নীচে নামছে তো নামছেই। উপরে ওঠার লক্ষণ নেই। জানুয়ারিতে ১৭টি বিক্রি হলেও ফেব্রুয়ারিতে তা এসে শূণ্যে দাঁড়িয়েছে। এমনকি ইয়ামাহা তাদের এই নেকেড মোটরসাইকেলের উৎপাদন বন্ধ করেছে বলেও জল্পনা শোনা যাচ্ছিল‌। তবে বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী, সাম্প্রতিক ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন অবতারে ফিরছে Yamaha MT-15

এমনকি আনঅফিসিয়ালি বাইকটির বুকিং শুরু হয়ে গিয়েছে বলেও খবর এসেছে। এই সর্ম্পকিত একটি পোস্টারও হাতে এসেছে আমাদের। তাতে লেখা, Yamaha MT-15 Version 2.0 কামিং সুন৷ বুক ইয়োর্স নাও। আবার ১১ এপ্রিল ইয়ামাহা ভারতে তাদের ডিলারদের নিয়ে একটি ইভেন্ট হোস্ট করতে চলেছে। অনুমান, সে দিনই আপডেটেড Yamaha MT-15 আত্মপ্রকাশ করবে।

প্রসঙ্গত, Yamaha MT-15 Version 2.0 গত বছরের সেপ্টেম্বরে এ দেশে লঞ্চ করা চতুর্থ প্রজন্মের Yamaha R15 V4 এর বেশ কয়েকটি ফিচার পাবে বলে অনুমান করা হচ্ছে। সেগুলির মধ্যে রয়েছে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে বাইক সংযোগের ব্যবস্থা, ডুয়েল চ্যানেল এবিএস, নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং একটি আপডেটেড সুইচগিয়ার। আবার উন্নত সাসপেনশনের জন্য বাইকটির সামনে আপসাইড ডাউন ফর্ক দেওয়া হবে বলেও আশা করা যায়‌

অন্য দিকে, Yamaha MT-15 Version 2.0 এর পারফরম্যান্স আপগ্রেড হওয়ার সম্ভাবনা কম। কারণ ইঞ্জিন বদল বা তাতে কোনওপ্রকার টিউনিং করার পথে হাঁটবে না ইয়ামাহা। সে ক্ষেত্রে আগের মতোই বাইকটির ১৫৫ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ১৮.৫ পিএস পাওয়ার এবং ১৩.৯ এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে থাকবে সিক্স স্পিড গিয়ারবক্স।