এক আপডেটেই কামাল, একশোর বেশি AI ফিচার্স চলে এল OnePlus ও Oppo-র ফোনে

স্মার্টফোনে ইদানিং কৃত্রিম মেধা বা এআই (AI)-এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি তাদের বিভিন্ন ডিভাইসে এআই-চালিত একাধিক ফিচার যুক্ত করার কাজে মনোনিবেশ করেছে। কিছুদিন আগেই বাজারে পা রেখেছে Samsung Galaxy S24 সিরিজ, যার এআই ফিচার্স ক্রেতাদের মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে ওপ্পো (Oppo) এবং তার সহযোগী প্রতিষ্ঠান, ওয়ানপ্লাস (OnePlus) তাদের বেশ কিছু স্মার্টফোনে একগুচ্ছ অত্যাধুনিক এআই ফিচার্স যুক্ত করার কথা ঘোষণা করেছে। চীনা নববর্ষ উপলক্ষে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ওই বৈশিষ্ট্যগুলি নির্দিষ্ট কয়েকটি মডেলে নিয়ে আসা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ওপ্পো এবং ওয়ানপ্লাস স্মার্টফোন কি কি ধরনের এআই ফিচারের বিশেষ সুবিধা পেতে চলেছে।

Oppo এবং OnePlus ফোনে ColorOS New Year Edition একগুচ্ছ AI বৈশিষ্ট্য নিয়ে এসেছে

ব্র্যান্ডের ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্ট অনুসারে, নতুন অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক কালারওএস (ColorOS) আপডেট সাপোর্টেড ডিভাইসগুলিতে ১০০টিরও বেশি নতুন এআই বৈশিষ্ট্য যুক্ত হতে চলেছে। তাই এটা স্পষ্ট যে এই বৈশিষ্ট্যগুলি চীনের ওপ্পো এবং ওয়ানপ্লাস ডিভাইসগুলিতে পাওয়া যাবে, কিন্তু এগুলি গ্লোবাল মার্কেটে আসবে কিনা, সে সম্পর্কে কিছু নিশ্চিত করা হয়নি।

সবচেয়ে উল্লেখযোগ্য এআই বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এআই ডিলিটেশন এবং এআই কল সামারি। এই ফিচারগুলি স্ব-ব্যাখ্যামূলক বা সেল্ফ-এক্সপ্ল্যানেটারি। এআই ডিলিটেশন গুগল (Google)-এর পিক্সেল ফোনের ম্যাজিক ইরেজার এবং স্যামসাং গ্যালাক্সির অবজেক্ট ইরেজারের মতো। এটি ব্যবহারকারীদের ছবি থেকে অবাঞ্ছিত বস্তু এবং ব্যক্তিকে অপসারণ করতে সাহায্য করে।

তারপরে রয়েছে এআই কল সামারি, যা ফোন কলগুলিকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। ফিচারটি বুদ্ধিমত্তার সাথে বিশ্লেষণ, প্রতিলিপি এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হাইলাইট করতে ইউজারদের ফোন কলটিকে শুনতে পারে। এআই কল সামারি ফোন কলের কথোপকথনের ওপর ভিত্তি করে রিমাইন্ডার এবং টু-ডু লিস্টও তৈরি করতে পারে। কল শেষ হওয়ার পরে, ব্যবহারকারীদের টাইম স্ট্যাম্প সহ একটি কল সামারি দেখতে শুধুমাত্র স্ট্যাটাস বারে ট্যাপ করতে হবে।

চীনের কালারওএস সফটওয়্যারে ওপ্পোর ভয়েস অ্যাসিস্ট্যান্ট, জিয়াবউ (Xiabou)-তেও একাধিক এআই ফিচার যুক্ত হচ্ছে। জিয়াবউ ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপডেটের পর উন্নত জেনারেটিভ এআই-সাপোর্টেড স্পিচ ক্ষমতা সহ আরও বাস্তবসম্মত হয়ে উঠেছে। ওপ্পো সাধারণ কাজের পাশাপাশি জটিল কাজগুলি সম্পাদন করতে ভয়েস অ্যাসিস্ট্যান্টে নতুন দক্ষতা যোগ করেছে।

চীনা নববর্ষ উপলক্ষে কালারওএস-এর নিউ ইয়ার এডিশন টেমপ্লেট এবং সাজেশন সহ কাস্টম নিউ ইয়ার কার্ড তৈরি করতে এআই গ্রিটিং কার্ড ফিচারটিও নিয়ে এসেছে। নতুন আপডেটের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ফটো স্টুডিও, যা ব্যবহারকারীদের ছবিগুলিতে নতুন বছরের-থিমযুক্ত ফিল্টার এবং টেমপ্লেট প্রয়োগ করে সেলিব্রেশনের ছবি তৈরি করতে সক্ষম করে।

ColorOS New Year Edition-এর জন্য যোগ্য স্মার্টফোনের সম্পূর্ণ তালিকা

ওপ্পো চীনে এআই ফিচার সহ লেটেস্ট কালারওএস নিও ইয়ার এডিশন আপডেট পেতে চলা সমস্ত স্মার্টফোনের নাম ঘোষণা করেছে। তালিকায় ওপ্পো এবং এবং ওয়ানপ্লাস – উভয় ব্র্যান্ডের ডিভাইসই রয়েছে। এগুলি হল –

১. Oppo Find X7

২. Oppo Find X7 Ultra

৩. Oppo Find X6

৪. Oppo Find X6 Pro

৫. Oppo Reno11

৬. Oppo Reno11 Pro

৭. Oppo Reno10

৮. Oppo Reno10 Pro

৯. Oppo Reno10 Pro+

১০. Oppo Find N3

১১. Oppo Find N3 Flip

১২. OnePlus 12

১৩. OnePlus 11

১৪. OnePlus Ace 3

১৫. OnePlus Ace 2

১৬. OnePlus Ace 2 Pro