Yamaha R15S: মধ্যবিত্তের প্রিয় স্পোর্টস বাইক R15-এর আরও সস্তা ভার্সন আনছে ইয়ামাহা

বাজেটের মধ্যে সেরা স্পোর্টি ফুল ফেয়ার্ড বাইকে কোনটা? বাইকপ্রেমীদের জিজ্ঞাসা করলে তাঁদের সম্মিলিত সুর একটা কথাই বলবে, ‘Yamaha R15’। দীর্ঘকাল ধলে সোঁ সোঁ করে দ্রুতগতিতে মধ্যবিত্তের বাইক চালানোর স্বপ্নপূরণ করে আসছে ইয়ামাহার এই এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক। সম্প্রতি আবার Yamaha R15-এর চতুর্থ প্রজন্মের মডেল R15 V4 ও R15M আত্মপ্রকাশ করেছিল। USD ফর্ক, কুইকশিফটার, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ব্লুটুথ কানেক্টিভিটি-র মতো প্রযুক্তি দেওয়ার কারণে বাইকগুলি ইতিমধ্যেই মার্কেটে ‘হিট’ তকমা পেয়েছে। তবে, নতুন আপডেটের কারণে R15-এর নতুন মডেলের দাম ১০-২০ হাজার টাকার কাছাকাছি বেড়েছে। এতএব, মূল্য যাতে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে এবার একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চের পরিকল্পনা করছে ইয়ামাহা। যার নামকরণ করা হয়েছে Yamaha R15S। অর্থাৎ কয়েকবছর আগে Yamaha R15 V2-এর সাথে বিক্রীত R15S মডেলটি রি-লঞ্চ হতে চলেছে। এর মধ্যেই পরিবহন দপ্তরে নামটির নথিভুক্তিকরণ সম্পূর্ণ হয়েছে।

Yamaha R15S কি R15 V3-এর রিব্র্যান্ডেড ভার্সন?

যারা কম বাজেটের মধ্যে স্পোর্টস বাইক খুঁজছেন, তাঁদের জন্য Yamaha R15S আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে Yamaha R15 V4-এর মতোই স্টাইলিং থাকতে পারে। কিন্তু, দামে কাটছাঁট করার লক্ষ্যে কয়েকটি অ্যাডভান্সড ফিচারের উপর কোপ পড়তে পারে। আবার বাইকটি Yamaha R15-এর রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, ডিলারদের কাছে R15 V3-এর স্টক অবিক্রীত অবস্থায় পড়ে। ফলে এতে নতুন কালার এবং গ্রাফিক্স যোগ করে আরও আকর্ষণীয় করে R15S নামে বাজারে ছাড়া হতে পারে।

পুরনো প্রজেন্মের Yamaha R15S

উল্লেখ্য, Yamaha R15 V2-এর সময়কালে স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি ‘S’ নামাঙ্কিত একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছিল। V2-এর ব্যাক সিট উঁচু ও ছোট হওয়ায় ব্যাক সিট-এ বসা আরোহীর সমস্যা হতে পারে। সেই কথা মাথায় রেখেই R15S-এর ব্যবহারিক দিকে জোর দেওয়া হয়। ফলস্বরূপ এটি সিঙ্গেল-পিস সিটের সাথে এসেছিল। মডেল দু’টির ডিজাইন ছিল প্রায়ই একইরকম৷ যদিও ফিচারের ক্ষেত্রে কয়েকটি জায়গায় অদলবদল ঘটানো হয়েছিল।

নতুন Yamaha R15S

আপকামিং ইয়ামাহা আরওয়ানফাইভ এস বাইকে R15 V4-এর মতোই ডিজাইন ও স্টাইল ধরে রাখা হবে বলে মনে করা হচ্ছে। কারণ, পুরনো মডেলের মতো দেখতে কোনও বাইক কেনার আগ্রহ নাও দেখাতে পারে ক্রেতারা। ইয়ামাহা আরওয়ানফাইভ এস-এ ইউএসডি ফর্ক, নতুন কালার, নতুন গ্রাফিক্স এবং বহিরঙ্গে ডিজাইন আপডেট দেখা যেতে পারে। কিন্তু দাম কম রাখার কারণে কুইকশিফটার, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম-সহ নানা ফিচার অনুপস্থিত থাকতে পারে।

নতুন Yamaha R15S: ইঞ্জিন

টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট অনুযাযী, পুরনো ইয়ামাহা আরওয়ানফাইভ ভি৩-এর মতো নয়া আরওয়ানফাইভ এস-এ ১৫৫ সিসি-র লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হবে। যার পাওয়ার আউটপুট ১৮.৬২ পিএস (১৩.৭ কিলোওয়াট)। অর্থাৎ এটি আরওয়ানফাইভ ভি৪-এর চেয়ে ০.২ পিএস বেশি পাওয়ার দেবে।

কয়েকদিনের মধ্যেই ইয়ামাহার তরফ থেকে আরওয়ানফাইভ এস বাইকটির অফিসিয়াল ঘোষণা আসবে বলে আশা করা যায়।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

16 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

24 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

53 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago