Yamaha Aerox 155: R15-এর ইঞ্জিন এবার স্কুটারে! কাল দেশের সবচেয়ে শক্তিশালী স্কুটারের লঞ্চ

আগামীকাল ভারতে আত্মপ্রকাশ করছে Yamaha-র নতুন এন্ট্রি-লেভেল স্পোর্টস বাইক, R15M। সকাল ১১টা থেকে শুরু হওয়া একটি ভার্চুয়াল ইভেন্টে বাইকটিকে লঞ্চ করা হবে। আবার কাল Yamaha R15M ছাড়াও আর একটি চমক অপেক্ষা করছে। আর্ন্তজাতিক বাজারে উপলব্ধ Yamaha Aerox 155 ম্যাক্সি-স্কুটারকে ভারতে আনার জন্য ইয়ামাহা সম্প্রতি পরিবহন দপ্তর থেকে অনুমতি পেয়েছিল। কোম্পানি কিছু না বললেও বিভিন্ন মহল থেকে খবর আসছিল, পুজোর মরশুম শুরু হওয়ার আগেই Yamaha Aerox 155 ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। এখন সরাসরি না বললেও একটি টিজার ফোটো শেয়ার করে সে দিকেই ইঙ্গিত করেছে ইয়ামাহা।

তাতে লেখা, আপনাদের জন্য ম্যাক্সি-স্কুটারের একপেরিয়েন্স অপেক্ষা করছে। ২১ সেপ্টেম্বর সকাল ১১টার থেকে আমাদের সঙ্গে থাকুন৷ মডেলের নাম বা নিদেনপক্ষে আসন্ন ম্যাক্সি-স্কুটারটির ছবিও শেয়ার করেনি ইয়ামাহা। তবে টিজারে ইংরেজি এক্স অক্ষরের একটি সাংকেতিক চিহ্ন রাখা হয়েছে। যা ইঙ্গিত করছে যে আগামীকালই দেশে Yamaha-র প্রথম ম্যাক্সি-স্কুটার, Aerox 155-এর আত্মপ্রকাশ ঘটছে।

Yamha Aerox 155 scooter to launch in India

Yamaha Aerox 155 কোন কোন দেশের বাজারে পাওয়া যায়

ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স-এর মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ইয়ামাহা এরোক্স ১৫৫ ম্যাক্সি-স্কুটার। এই দেশগুলিতে পারফরম্যান্স, ইউনিক ডিজাইন, এবং প্রিমিয়াম ফিচারযুক্ত স্কুটারের খোঁজে থাকা ক্রেতাদের পছন্দের তালিকায় প্রথমদিকেই রয়েছে ইয়ামাহা এরোক্স ১৫৫।

Yamaha Aerox 155 ইঞ্জিন

ইয়ামাহা এরোক্স ১৫৫-এ যে ইঞ্জিন রয়েছে, সেটি আসলে ইয়ামাহা আরওয়ানফাইভ থেকে নেওয়া, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে ইয়ামাহা এরোক্সের ১৫৫ সিসি-র ইঞ্জিন ডিটিউন করা হয়েছে। অর্থাৎ একইরকম ইঞ্জিন থাকলেও আরওয়ানফাইভের চেয়ে কম পাওয়ার (১৪.৭৪ বিএইচপি) দেবে এরোক্স ১৫৫। তা সত্বেও লঞ্চের পর এটি ভারতের সবচেয়ে শক্তিশালী স্কুটার হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। পাওয়ার আউটপুট সম্পর্কে জানার জন্য আর মাত্র একটা দিনের অপেক্ষা।

Yamaha Aerox 155 ফিচার

ফিচারের প্রসঙ্গে আসলে, ইয়ামাহা এরোক্স ১৫৫ ম্যাক্সি-স্কুটারে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। যা ব্লুটুথ ও ইয়ামাহা ওয়াই-কানেক্ট স্মার্টফোন অ্যাপ সাপোর্ট করবে। অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনটিকে কানেক্ট করা ‌যাবে এই স্কুটারের সঙ্গে। ফোন কানেক্ট হয়ে গেলেই স্কুটারের ডিজিটাল কনসোলে দেখা যাবে নানা তথ্য। ফোন কল এলে ফুটে উঠবে কলারের ফোন নম্বর।

ইয়ামাহা এরোক্স ১৫৫-এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে এলইডি হেডলাইট-টেললাইট, হ্যাজার্ড লাইট, কীলেস এন্ট্রি, ইঞ্জিন স্টার্ট/স্টপ সিস্টেম এবং ২৫ লিটার বুট স্টোরেজ। সিটের নীচের স্টোরেজটি একটি রিমোট লকিং বাটনে প্রেস করে খোলা যাবে।

Yamaha Aerox 155 হার্ডওয়্যার

ইয়ামাহা এরোক্স ১৫৫ ম্যাক্সি-স্কুটারে টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্কস ও টুইন রিয়ার শক অ্যাবজর্ভার দেওয়া হবে। ফলে সফর হবে আরামদায়ক। এছাড়া এর সামনে থাকবে ডিক্স ব্রেক। স্কিডিং এড়াতে দেওয়া হবে সিঙ্গেল চ্যানেল এবিএস৷ স্কুটারটির সিটের উচ্চতা ১১৫০ মিমি এবং হুইলবেস ১৩৫০ মিমি-র।

Yamaha Aerox 155 দাম

বর্তমানে ভারতের ম্যাক্সি-স্কুটারের বাজারে শুধুমাত্র তিনটি মডেল রয়েছে সুজুকি বার্গম্যান স্ট্রিট এবং এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ এবং এসএক্সআর ১২৫। চতুর্থ মডেল হিসেবে একটু বেশি দামের সঙ্গেই আসবে ইয়ামাহা এরোক্স ১৫৫। পাওয়ারফুল ইঞ্জিন এবং প্রিমিয়াম ফিচার যার অন্যতম কারণ। ভারতে ম্যাক্সি-স্কুটারটির এক্স-শোরুমের দাম ১.৩-১.৪ লক্ষ টাকার মধ্যে থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন