Yezdi-র প্রত্যাবর্তন, Tork-এর আত্মপ্রকাশ, চলতি মাসে কোন কোন বাইক ভারতে লঞ্চ হল, দেখে নিন

Yezdi-র ভারতে ফিরে আসা। ২০১৬-এ প্রদর্শিত ভারতের প্রথম ইলেকট্রিক বাইক Tork Cratos (তখন T6X নাম ছিল)-এর অফিসিয়াল লঞ্চ।...
SUMAN 29 Jan 2022 10:26 PM IST

Yezdi-র ভারতে ফিরে আসা। ২০১৬-এ প্রদর্শিত ভারতের প্রথম ইলেকট্রিক বাইক Tork Cratos (তখন T6X নাম ছিল)-এর অফিসিয়াল লঞ্চ। এককথায়, জানুয়ারি মাস ভারতের টু-হুইলার ইন্ডাস্ট্রির কাছে বেশ ঘটনাবহুল। নতুন বছর শুরু হতেই একাধিক সংস্থার বাইক বাজারে এসেছে। জানুয়ারি ২০২২-এ লঞ্চ হওয়া সেইসব বাইকগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

Tork Kratos

উন্মোচিত হওয়ার দীর্ঘ ৬ বছর বাদে সদ্যই ভারতের বাজারে পা রেখেছে ‘দেশের প্রথম ইলেকট্রিক বাইক’ Tork Kratos। দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এটি - Standard Kratos ও Kratos R। দিল্লিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভর্তুকি যোগ হওয়ার পর মডেল দুটির দাম যথাক্রমে ১,০২,৪৯৯ টাকা ও ১,১৭,৪৯৯ টাকা।

2022 Honda CBR650R & CB300R

এই মাসে ভারতের বাজারে লঞ্চ হয়েছে 2022 Honda CBR650R ও CB300R। যদিও CB300R ডিসেম্বরে অনুষ্ঠিত ইন্ডিয়ান বাইক উইকে প্রদর্শিত হয়েছিল। আর ২৫ জানুয়ারি CBR650R মডেলটি লঞ্চের ঘোষণা করে হন্ডা।

2022 Yamaha FZ 25 & FZS 25

দুটি নতুন রঙের বিকল্পে বছরের শুরুতেই বাজারে পা রেখেছে 2022 Yamaha FZ 25 ও FZS 25। আগের রেসিং ব্লু এবং মেটালিক ব্ল্যাক ছাড়াও ম্যাট কপার ও ম্যাট ব্ল্যাক রঙে হাজির হয়েছে এটি। মোটরবাইক দুটির মূল্য যথাক্রমে ১,৩৮,৮০০ টাকা ও ১,৪৩,৩০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

Komaki Ranger & Venice harge

দেশের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক Komaki Ranger ২৪ জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ হয়েছে। একই সাথে Komaki Venice নামক ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করেছে সংস্থাটি। ইলেকট্রিক বাইক ও স্কুটারটির দাম যথাক্রমে ১.৬৮ ও ১.১৫ লক্ষ টাকা।

Yezdi Adventure, Scrambler, Roadster

Mahindra-র সহকারী সংস্থা Classic Legends-এর হাত ধরে চলতি মাসে একসাথে তিনটি বাইক লঞ্চ করেছে Yezdi। মূলত Royal Enfield-এর মোটরসাইকেলগুলির সাথে টক্কর নিতেই Yezdi Adventure, Scrambler, Roadster এনেছে কোম্পানি। তিনটি মডেলের দাম যথাক্রমে ১,৯৮,১৪২ টাকা, ২,০৯,৯০০ টাকা ও ২,০৯,৯০০ টাকা (এক্স-শোরুম)।

KTM 250 Adventure

Bajaj Auto চলতি মাসের ১২ তারিখ KTM 250 Adventure ভারতের বাজারে লঞ্চ করেছে৷পুরানো মডেলের দাম অর্থাৎ ২.৩৫ লক্ষ টাকাতেই (এক্স-শোরুম) পাওয়া যাচ্ছে বাইকটি।

Show Full Article
Next Story