Royal Enfield Himalayan কে টেক্কা দিতে বাজারে আসছে Yezdi Roadking Adventure

Yezdi Roadking Adventure বাইকের প্রোডাকশন-স্পেক মডেলের একাধিক স্পাই ছবি সামনে এল। ফলে বলতে দ্বিধা নেই, Royal Enfield Himalayan-এর অনুরূপ দেখতে এই বাইকটি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। আসলে Classic Legends-এর সহায়ক সংস্থার Yezdi Roadking Scrambler ও Yezdi Adventure মোটরবাইক দুটি বাজারে আসার বিষয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এবার Adventure মোটরবাইকটির প্রোডাকশন-স্পেক স্পাই ছবিগুলি সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে। আসুন আসন্ন Yezdi Roadking Adventure-এর সম্ভাব্য ফিচার, ইঞ্জিন ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Yezdi Roadking Adventure: ফিচার (সম্ভাব্য)

ইয়েজদি রোডকিং অ্যাডভেঞ্চার টুরার বাইকটিতে রয়েছে একটি গোলাকৃতি হেডল্যাম্প, একটি উঁচু উন্ডস্ক্রীন, রেইস্ড টেল সেকশন এবং মাল্টিপার্পাস টায়ার। আসন্ন অ্যাডভেঞ্চার ট্যুরার এবং রোডকিং মডেলটি দেখে মনে করা হচ্ছে এটি নতুন আর্কিটেকচারের সাহায্যে নির্মাণ করা হয়েছে, যাতে এর ভারোত্তোলন ক্ষমতা বেশি হয়।

এছাড়াও এতে রয়েছে একটি হ্যান্ড গার্ড, হাই সেট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ক্রিপস লাইন সহ ফুয়েল ট্যাঙ্ক, দ্বিখন্ডিত সিট এবং একটি একটি আপসোয়েপ্ট এক্সহস্ট। অয়ার স্পোক হুইল সহ দু’চাকাতেই ডিস্ক ব্রেক আছে। এর কার্ব ওয়েট হতে পারে ২০০ কেজি।

Yezdi Roadking Adventure: ইঞ্জিন

ইয়েজদি রোডকিং অ্যাডভেঞ্চার-এ থাকতে পারে সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ৩৩৪ সিসি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৩০ বিএইচপি পাওয়ার এবং ৩২.৭৪ এন এন টর্ক উৎপন্ন হবে। ৬-স্পিড গিয়ারবক্সের সাথে আসতে পারে ইঞ্জিনটি।

Yezdi Roadking Adventure: দাম

ভারতের বাজারে Yezdi Roadking Adventure এর দাম হতে পারে ২ লক্ষ টাকার কাছাকাছি। বাজারে আসার পর Royal Enfield Himalayan-এর মূল প্রতিদ্বন্দ্বী হবে।