YouTube-এ উন্নত সাউন্ড ও ভিডিও কোয়ালিটিতে দেখা যাবে আন্তর্জাতিক শো, তাও একেবারে বিনামূল্যে!

সাম্প্রতিককালে ওটিটি (OTT) বা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে সময় কাটানোর প্রবণতা বেশ বেড়েছে। মানুষ এখন Netflix, Amazon Prime Video, Disney+Hotstar প্রভৃতি মাধ্যমে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে টিভি শো, ওয়েব সিরিজ এবং সিনেমা দেখছেন। কিন্তু আপনি কি জানেন যে এখন বিনামূল্যে YouTube (ইউটিউব)-এও জনপ্রিয় টিভি শো বা সিনেমার মত কন্টেন্ট উপলব্ধ! শুনে অবাক হলেন? হ্যাঁ, এমনিতে এই বহুল প্রচলিত এবং পরিচয় ভিডিও স্ট্রিমিং সংস্থাটি বহু ভিডিও এবং সিনেমা ফ্রি-তে দেখতে দেয়। তবে এখন তারা বহু আন্তর্জাতিক মান সম্পন্ন শো ইউজারদের উপভোগ করতে দেবে।

YouTube-এ ফ্রি-তে দেখা যাবে টিভি শোগুলির পুরো সিজন

ইউটিউবের একটি ব্লগ পোস্ট অনুযায়ী, আমেরিকান ব্যবহারকারীরা বিনামূল্যে টিভি শোগুলির পুরো সিজন দেখতে সক্ষম হবেন৷ তবে এর জন্য ইউটিউব ভিডিও চলাকালীন বিজ্ঞাপন দেখাবে। এক্ষেত্রে কোনো ইউজার প্রিয় টিভি শোগুলির প্রায় ৪,০০০টি পর্ব স্ট্রিম করতে পারেন৷ তালিকায় রয়েছে ‘হেলস কিচেন’, ‘অ্যান্ড্রোমিডা’, ‘হার্টল্যান্ড’এবং আরও শতাধিক শোয়ের নাম।

এছাড়া ব্লগ পোস্টে আরও বলা হয়েছে যে, ইউটিউব ব্যবহারকারীরা এখন ডিজনি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিবিউশন, ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট পিকচার্স, লায়ন্সগেট, ফিল্মরাইজের ভিডিও-ও দেখতে পারবেন। আবার আপনাকে ‘সিক্সটি সেকেন্ড’, ‘রানওয়ে ব্রাইড’ এবং ‘লিগ্যাল ব্লন্ড’-এর মত শো ইউটিউবে দেখার জন্য টাকা লাগবে না।

এই বিষয়ে ইউটিউব আরও বলেছে – তারা ইউজারদের দেখার অভিজ্ঞতা বাড়াতে একেবারে নতুন নেভিগেশন এবং ইমার্সিভ ব্যানার আর্ট প্রবর্তন করছে৷ ফলত এই শো বা পর্বগুলির বেশিরভাগই ৫.১ ব্যাকগ্রাউন্ড সাউন্ড অডিওসহ হাই ডেফিনিশন ১০৮০ পিক্সেলে (1080p)-তে উপলব্ধ হবে৷ তবে মনে রাখবেন, আপাতত পরিষেবাটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই উপলব্ধ থাকবে। ভারত বা বিশ্বের অন্যান্য বাজারে এটি উপভোগ হবে কিনা, সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।