বছরের সেরা দশ YouTube ভিডিওতে জায়গা করে নিল কাঁচা বাদাম ও পুষ্পার শ্রীভাল্লি

সম্প্রতি ২০২২ সালের সেরা ভিডিওগুলির তালিকা প্রকাশ করেছে YouTube। এই তালিকায় রয়েছে সেই সমস্ত ভিডিও, যেগুলি সবথেকে বেশি সংখ্যক বার দেখা হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল, এই তালিকায় এবছর কোনো বলিউডের গান জায়গা পায়নি, বরং একটি জনপ্রিয় দক্ষিণী ছবির বেশ কিছু গান এবং ভোজপুরি মিউজিক ভিডিও ইউজারদের মন জয় করে সেরার তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে। চলুন, ২০২২ সালের সেরা ১০ টি YouTube ভিডিওর ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Top 10 YouTube Videos – এখনও অবধি না দেখে থাকলে এক্ষুণি YouTube-এ ঢুঁ মারুন

Kacha Badam song – Bhuban Badyakar

ভিউ – ৩৮৩ মিলিয়ন

কেবল বাদাম বিক্রি করেই সংসার চালাতেন বীরভূমের লক্ষ্মীনারায়ণপুরের কুরালজুড়ি গ্রামের বাসিন্দা তথা তিন সন্তানের বাবা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। আর কাঁচা বাদাম বিক্রি করতে গিয়েই এই গানটি বেঁধেছিলেন তিনি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Kacha Badam Viral Song) হয়ে যেতেই রাতারাতি বিখ্যাত হয়ে যান এই গরীব বাদামবিক্রেতা।

Le Le Aai Coca Cola – Khesari Lal Yadav

ভিউ – ৩১৩ মিলিয়ন

এটি একটি ভোজপুরি গান, যেটি গেয়েছেন খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) এবং শিল্পী রাজ (Shilpi Raj)। এবং ৩১৩ মিলিয়ন ভিউ দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, গানটি গোটা দেশে কতটা জনপ্রিয় হয়েছে।

Coke Studio ( Season 14) Pasoori

ভিউ – ৪৫৬ মিলিয়ন

পাঞ্জাবি ও উর্দু ভাষার সংমিশ্রণে নির্মিত পাসুরি নামক একটি অ্যালবামের গান এটি। গানটি গেয়েছেন পাকিস্তানি গায়ক আলি শেঠি (Ali Sethi) এবং শাই গিল (Shae Gill)।

Nathuniya – Khesari Lal

ভিউ – ২৫৭ মিলিয়ন

ভোজপুরি তারকা খেসারি লালের গান নাথুনিয়া চলতি বছরের শুরুর দিকে মুক্তি পায়। আদতে ভোজপুরি গান হলেও আপামর দেশবাসী কিন্তু গানটির তালে তালে নেচে উঠেছেন।

Saami Saami – Pushpa

ভিউ – ৪৯০ মিলিয়ন

সুপারহিট তেলেগু সিনেমা ‘পুষ্পা’-র এই গানটির সম্পর্কে কাউকেই আর নতুন করে কিছু বলার কোনো প্রয়োজন পড়ে না। ‘সামি সামি’ গানে যে শরীরী হিল্লোল তুলেছেন ছবির নায়িকা রশ্মিকা মন্দানা, তাতে মুগ্ধ হয়ে গিয়েছে আপামর দর্শক। 

Oo Antava Mawa..Oo Oo Antava – Pushpa

ভিউ – ২৬৩ মিলিয়ন

এটি ২০২১ সালের ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী চলচ্চিত্র পুষ্পার একটি তেলুগু গান। সামান্থা রুথ প্রভুর এই আইটেম গানে এখনও মাতোয়ারা হয়ে রয়েছে গোটা দেশ।

Oo Bolega ya Oo Oo Bolega – Pushpa

ভিউ – ৩৪৪ মিলিয়ন

এটি পুষ্পা সিনেমার উপরিউক্ত তেলেগু গানটির হিন্দি সংস্করণ, যা ২০২১ সালে মুক্তি পায়। তেলেগুর পাশাপাশি হিন্দি ভার্সনটিও ইউজারমহলে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে।

Srivalli – Pushpa

ভিউ – ৫৪৪ মিলিয়ন

এটিও পুষ্পা ছবির গান। প্রায় এক বছর কেটে গেলেও জাভেদ আলি (Javed Ali)-র গাওয়া এই গানটি এখনও অনেকেই গুনগুন করে গেয়ে ওঠেন।

age of water- round2hell (r2h)

ভিউ – ৫৪ মিলিয়ন

এই ভিডিওটি জলের অভাব এবং জল ছাড়া জীবন কীরকম হবে, সেই পরিস্থিতিকে কল্পনা করে তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জল ছাড়া মানুষ কীভাবে মারা যাচ্ছে, তা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই ভিডিওটিতে। ফলে এটিকে একাধারে শিক্ষামূলক তথা জনসচেতনতামূলক ভিডিও-ও বলা চলে।

Sasta Shaark Tank– Ashish Chanchlani

ভিউ – ৫৬ মিলিয়ন

সোনি টিভির জনপ্রিয় অনুষ্ঠান শার্ক ট্যাঙ্ককে কেন্দ্র করে সস্তা শার্ক ট্যাঙ্ক নামক এই মজার ভিডিওটি তৈরি করা হয়েছে। আপামর জনসাধারণের মুখে হাসি ফুটিয়ে এটি এ বছরের সর্বাধিক জনপ্রিয় ইউটিউব ভিডিওর তালিকায় নিজের জায়গা করে নিয়েছে।