সুখবর, YouTube Premium ও YouTube Music Premium এখন পাওয়া যাবে ১২ মাসের সাবস্ক্রিপশন সহ

এবার ইউজারদের সুবিধার্থে পুরো ১২ মাস অর্থাৎ এক বছরের জন্য YouTube Premium এবং YouTube Music Premium (ইউটিউব মিউজিক প্রিমিয়াম) বার্ষিক প্ল্যান নিয়ে হাজির হল ইউটিউব কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত ইউজাররা কেবল মাসিক এবং ত্রৈমাসিক ভিত্তিতে সাবস্ক্রিপশন মডেলগুলি বেছে নিতে পারতেন। তবে সাবস্ক্রিপশন নেওয়ার সময় এবার থেকে বার্ষিক প্ল্যান বিকল্প হিসেবে থাকবে।

বর্তমানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশেই এই বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানের সুবিধা উপলব্ধ। আগ্রহী ইউজাররা তাদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে এই নতুন প্ল্যান সাবস্ক্রাইব করতে পারবেন। তবে 9to5Google-এর রিপোর্ট অনুযায়ী, শিক্ষার্থী এবং ফ্যামিলি ইউজাররা তাদের অ্যাকাউন্টে এই বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান ব্যবহার করতে সক্ষম হবে না।

প্রোমোশনাল অফারে ইউটিউব বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানে ছাড় মিলবে

এই মুহূর্তে ইউটিউব একটি প্রচারমূলক অফার চালাচ্ছে, যার অধীনে গ্রাহকরা ২৩শে জানুয়ারী পর্যন্ত সময়ে বার্ষিক প্ল্যানের সাবস্ক্রিপশন নিলে, তাদের ইউটিউব প্রিমিয়ামের জন্য ১,১৫৯ টাকা (১০৭.৯৯ ডলার) এবং ইউটিউব মিউজিক প্রিমিয়ামের জন্য ৮৮৯ টাকা (৮৯.৯৯ মার্কিন ডলার) ব্যয় করতে। কিন্তু এই প্রচারমূলক অফার শেষ হওয়ার পরে ভারতীয় ইউজারদের কত টাকা দিতে হবে তা জানা যায়নি।

উল্লেখ্য, ইউটিউব তার সাপোর্ট পেজে উল্লেখ করেছে ভারত, ব্রাজিল, কানাডা, জার্মানি, জাপান, রাশিয়া, থাইল্যান্ড, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই সুবিধা উপলব্ধ হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, নতুন সাবস্ক্রাইবার ছাড়াও, বিদ্যমান ইউটিউব প্রিমিয়াম এবং ইউটিউব মিউজিক প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ইউজাররা মেম্বারশিপ বাতিল করে নতুনভাবে সাইন আপ করলে তবেই বার্ষিক প্ল্যানগুলির সুবিধা উপভোগ করতে পারবেন। উপরন্তু, ভারতের গ্রাহকদের মাসিক বা তিন মাসের প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলে তাদের বার্ষিক প্ল্যানে স্থানান্তরিত করা হবে।

ইউটিউব অবশ্য এখনও আইওএস ডিভাইসের জন্য একটি ইন-অ্যাপ সাইন-আপ বিকল্প প্রদান করেনি। ফলে যেসব iPhone এবং iPad ইউজার বার্ষিক সাবস্ক্রিপশন কিনতে চান তাদের কম্পিউটার বা মোবাইল ওয়েব ব্রাউজারের দ্বারস্থ হতে হবে।