একবার চার্জে চলবে ১৬০ ঘন্টা, Zebronics Jumbo ইয়ারফোন ভারতে লঞ্চ হল

কম্পিউটার প্রস্তুতকারী দেশীয় সংস্থা Zebronics এবার বাজারে নিয়ে আসলো তাদের Jumbo নামের নেকব্যান্ড স্টাইলে নতুন ইয়ারফোন। এনভারমেন্টাল ক্যান্সলেশন ফিচারসহ আসা এই ইয়ারফোনটি একবার চার্জে ১৬০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। তাছাড়া ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ১৫ ঘন্টা পর্যন্ত চলবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Zebronics Jumbo ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Zebronics Jumbo ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে জেব্রনিক্স জাম্বো ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৩৯৯ টাকা। আগামী ২৩ জুলাই থেকে সানসেট, ব্লু এবং ব্ল্যাক এই তিনটি কালার অপশনে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাবে ইয়ারফোনটি।

Zebronics Jumbo ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত জেব্রনিক্স জাম্বো ইয়ারফোনের ফিচার প্রসঙ্গে বলতে গেলে এতে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করবে। তাছাড়া গেম খেলার জন্য এতে রয়েছে বিশেষ লো ল্যাটেন্সি গেমিং মোড। এমনকি এর ইয়ারবাডগুলি ম্যাগনেটিক হওয়ায় সহজে একটার সঙ্গে আরেকটি জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাছাড়া নতুন এই ইয়ারফোনে একই সাথে ডুয়াল পেয়ারিং সাপোর্ট করবে এবং খুব সহজেই একটি থেকে আরেকটি ডিভাইসে সুইচ করা যাবে।

অন্যদিকে, Zebronics Jumbo ইয়ারফোনটি ফ্লেক্সিবল নেকব্যান্ড স্টাইলে ইন-ইয়ার ইয়ারবাডের সাথে এসেছে। শুধু তাই নয়, এটি মনোরম সাউন্ড উৎপন্ন করতে সক্ষম। তদুপরি ইয়ারফোনটির সাথে বিভিন্ন মাপের অতিরিক্ত ইয়ারটিপ দেওয়া হচ্ছে। তাছাড়া আগেই বলা হয়েছে, জাম্বো ইয়ারফোন একবার চার্জে ১৬০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। সর্বোপরি, টাইপ সি পোর্টের মাধ্যমে এটি ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র ১০ মিনিট ১৫ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য।