দাম মাত্র ১৫০০ টাকা, Zebronics ZEB FIT280CH স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল

দেশীয় কম্পিউটার প্রোডাক্ট প্রস্তুতকারী সংস্থা Zebronics লঞ্চ করল তাদের নতুন ZEB-FIT280CH স্মার্টওয়াচ। বর্গক্ষেত্রকার ডায়ালের সাথে আসা নতুন স্মার্টওয়াচ স্লিক ডিজাইনযুক্ত এবং আইপি৬৮ রেটিং প্রাপ্ত। এছাড়া এতে রয়েছে বিভিন্ন ধরনের ফিটনেস ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন ZEB-FIT280CH স্মার্টওয়াচের দাম ও সম্পূর্ণ ফিচার।

Zebronics ZEB-FIT280CH স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতে জেব-ফিট২৮০সিএইচ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি। ব্ল্যাক ও রেড কালার অপশনে আগ্রহী ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন স্মার্টওয়াচটি।

Zebronics ZEB-FIT280CH স্মার্টওয়াচের ফিচার

নতুন জেব্রনিক্স জেব-ফিট২৮০সিএইচ স্মার্টওয়াচটি ৩.৫৫ সেন্টিমিটার ফুল টাচ ডিসপ্লের সাথে এসেছে। এর ডায়েল মেনু ইউআই স্মুথ এবং এর ডিসপ্লেতে সমস্ত আইকনগুলি পরিষ্কারভাবে দৃশ্যমান। ফলে ইউজাররা সহজেই ঘড়িটি চালনা করতে পারবেন।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে এতে থাকছে রিয়েল টাইম ব্লাড প্রেসার মনিটর, অক্সিজেন স্যাচুরেশন মনিটর, হার্ট রেট মনিটর ফিচারসহ হেলথ ডেটা ট্র্যাক করার সুবিধা। শুধু তাই নয়, এটি ব্লুটুথ ৫.০ ভার্সন সাপোর্ট করায় সহজেই নিকটবর্তী স্মার্টফোনের সাথে সংযুক্ত হয়ে থাকতে পারবে।

এছাড়া নয়া স্মার্টওয়াচে ১২টি স্পোর্টস মোড উপলব্ধ , এগুলি হল ওয়াকিং, রানিং, সাইক্লিং, স্কিপিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল, যোগা, হাইকিং, টেনিস বল এবং গলফ। এগুলি ছাড়াও এতে মেডিটেটিভ ব্রিদিং মোড বর্তমান। স্পোর্টস সহ দৈনন্দিন ব্যবহারের জন্য জল থেকে সুরক্ষা দিতে ঘড়িটি IP68 রেটিংসহ এসেছে।

এবার আসা যাক ঘড়িটির ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য ZEB-FIT280CH স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ২০০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারি। এর অন্যান্য ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য অ্যালার্ম ক্লক, রিস্ট সেন্স ডিসপ্লে, ওয়েদার ফোরকাস্ট, মেডিটেটিভ ব্রিদিং, সিডেন্টারি রিমাইন্ডার, ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল ইত্যাদি।