ডলবি অডিও সহ Zebronics লঞ্চ করল নতুন প্রজেক্টর, সরাসরি দেখা যাবে OTT অ্যাপের কনটেন্ট

Zebronics ভারতে লঞ্চ করলো প্রিমিয়াম রেঞ্জের নতুন প্রজেক্টর, যার নাম ZEB-PixaPlay 17। নতুন এই প্রজেক্টটারটি অটোফোকাস এবং কিস্টোন অ্যাডপটেশন ফিচারের সাথে এসেছে। তাছাড়া এতে ডলবি অডিও সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Zebronics ZEB-PixaPlay 17 প্রজেক্টরের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Zebronics ZEB-PixaPlay 17 এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে জেব্রনিক্স জেব পিক্সাপ্লে ১৭ প্রজেক্টরটির দাম ধার্য করা হয়েছে ২৪,৯৯৯ টাকা। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এটি কিনতে পাওয়া যাচ্ছে।

Zebronics ZEB-PixaPlay 17 এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত জেব্রনিক্স জেব পিক্সাপ্লে ১৭ প্রজেক্টরে থাকছে ইনবিল্ট স্পিকার। তবে ব্যবহারকারী চাইলে প্রজেক্টারটির সাথে জেব্রনিক্স স্পিকার সংযুক্ত করে আরও উচ্চতর সাউন্ড এক্সপিরিয়েন্স লাভ করতে পারবেন। তাছাড়া প্রজেক্টরটি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ওয়্যারলেস ব্লুটুথ সাপোর্ট সহ এসেছে। আবার ইউজার চাইলে অ্যাপ ডাউনলোড করে তাদের পছন্দের ওটিটি কনটেন্ট সরাসরি প্রজেক্টারটির মাধ্যমেই দেখতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোনও ডিভাইসের সঙ্গে প্রজেক্টরটি সংযুক্ত করতে হবে না।

অন্যদিকে, জেব্রনিক্স জেব পিক্সাপ্লে ১৭ প্রজেক্টরের কানেক্টিভিটি অপশনে শামিল হয়েছে ডুয়াল এইচডিএমআই এবং ডুয়াল ইউএসবি পোর্ট। তাছাড়াও এতে রয়েছে একটি এইউএক্স আউটপুট। আবার এটি ডলবি অডিও সাউন্ড সরবরাহ করতে সক্ষম। এছাড়া প্রজেক্টরটির বাইরে এলইডি ল্যাম্প থাকায় এর উজ্জ্বলতা ৬০০০ লুমেন্স।

সংস্থার মতে, এই প্রজেক্টরের ল্যাম্পগুলো ৩০ হাজার ঘন্টা পর্যন্ত চলবে। তদুপরি ব্যবহারকারী চাইলে ওয়্যারলেসভাবে প্রজেক্টরটির সাথে তাদের স্মার্ট ডিভাইসগুলি মিররকাস্ট করতে পারবেন। শুধু তাই নয়, প্রজেক্টরটিকে সিলিংয়ে ঝুলিয়ে রাখা যাবে এবং এর সাথে থাকছে একটি রিমোট কন্ট্রোল। আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য Zebronics ZEB-PixaPlay 17 প্রজেক্টরের সাথে দেওয়া হচ্ছে একটি ক্যারি ব্যাগ।