Xiaomi বড় সিদ্ধান্ত নেওয়ার পথে, ক্যান্সেল হতে পারে MIUI 14.5 সফটওয়্যার আপডেট

স্মার্টফোনের সবচেয়ে পুরনো অ্যান্ড্রয়েড স্কিন হল শাওমি (Xiaomi)-র MIUI। এটি ২০১০ সাল থেকে শাওমির ব্যবহার করে আসছে। একসময়ের সেরা এই সফ্টওয়্যারটির গুণমান বিগত কয়েক বছরে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, বিশেষত বাজেট ফোনের ক্ষেত্রে। কিন্তু ক্রমবর্ধমান বিক্রির কারণে সম্প্রতি MIUI-এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬০০ মিলিয়ন (৬০ কোটি) ছাড়িয়ে গেছে।

অর্থাৎ প্রতিদিন ৫০ কোটিরই বেশি গ্রাহক এই মোবাইল সফ্টওয়্যারের উপর নির্ভর করেন। MIUI-এর পরবর্তী সংস্করণ MIUI 14.5 হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু এখন একটি রিপোর্টে বলা হয়েছে যে, এই ভার্সনটি প্রকাশ না করে সরাসরি Android 14 ভিত্তিক MIUI 15 চালু করবে শাওমি।

MIUI 14.5 ক্যান্সেল করছে Xiaomi

শাওমিইউআই-এর রিপোর্ট অনুযায়ী, শাওমি এমআইইউআই ১৪.৫ (MIUI 14.5) এর পরিবর্তে তাদের মেজর রিলিজ এমআইইউআই ১৫ (MIUI 15) বিকাশের দিকে মনোনিবেশ করছে। বলা হচ্ছে যে, কোম্পানি এমআইইউআই ১৫-এর জন্য অ্যান্ড্রয়েড ১৪ অ্যাডাপ্ট করার কাজ করছে। অর্থাৎ, যে ডিভাইসগুলিতে ভবিষ্যতে এমআইইউআই ১৫ আপডেট আসবে, সেগুলি অ্যান্ড্রয়েড ১৪-এ আপগ্রেডও পাবে।

তবে, অনুমান করা হচ্ছে যে, অ্যান্ড্রয়েড ১৩ এর উপর নির্ভর করে MIUI 15 বিল্ডগুলিও পরে রোল আউট করা হতে পারে। কারণ শাওমি পুরানো স্মার্টফোনের জন্য পূর্ববর্তী প্রজন্মের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে নতুন এমআইইউআই সংস্করণ সরবরাহ করে থাকে। নতুন সফ্টওয়্যারটি পরীক্ষার পর্যায়ে আসার পর আগামী দিনে এর নতুন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানা যাবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।