TVS Apache থেকে অনুপ্রেরণা নিয়ে 15 জুলাই ভারতে স্পোর্টস বাইক লঞ্চ করবে BMW

ভারতে নতুন স্পোর্টস বাইক লঞ্চ করবে বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)। যার নাম হতে পারে G 310 RR৷ টেললাইটের ছবি প্রকাশ করে সেটি আগামী ১৫ জুলাই ভারতে লঞ্চের কথা ঘোষণা করেছে সংস্থাটি৷ মোটরসাইকেলটির পেছনের অংশের ছবির সাথে TVS Apache RR 310-এর সাদৃশ্য দৃশ্যমান। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরেই Apache RR 310 নির্ভর BMW-র বাইক বাজারে আসা নিয়ে জোরদার জল্পনা চলছিল। এবারের সংস্থা নিজেই তা নিশ্চিত করেছে।

জানিয়ে রাখি, টিভিএস মোটর (TVS Motor) কোম্পানি তামিলনাড়ুর হোসুরে তাদের কারখানায় BMW G 310 R ও BMW G 310 G তৈরি করে। দুই সংস্থার মধ্যে গাঁটছড়া বহু বছরের। এবং BMW G 310 RR বাইকটিও সেখানেই নির্মিত হবে বলেই মনে করা হচ্ছে। Apache RR 310 থেকে নেওয়া ৩১৩ সিসি ইঞ্জিন BMW G 310 RR-এ আগের মতই ৯,৭০০ আরপিএম গতিতে ৩৪ বিএইচপি ক্ষমতা এবং ৭,৭০০ আরপিএম গতিতে ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন করবে। ইঞ্জিনের সাথে থাকবে ৬-স্পিড গিয়ার বক্স। ফিচারের তালিকায় দেখা মিলবে ব্লুটুথ কানেক্টিভিটি, রাইড-বাই-ওয়্যার। চারটি রাইডিং মোড সহ হাজির হবে – আরবান, ট্র্যাক, স্পোর্ট এবং রেন।

টিজার ভিডিয়ো দেখে স্পষ্ট, বাইকটির টেললাইট, আয়না, উইন্ডস্ক্রিন সহ নানা সরঞ্জাম TVS Apache RR 310-এর থেকে নেওয়া হয়েছে। তবে G 310 RR-এর ডিজাইনে কিছু পরিবর্তন থাকবে, যা বাইকটিকে Apache RR 310-এর থেকে আলাদা করবে। তবে এখনও যে বিষয়টি জানা যায়নি তা হল, TVS RR 310 BTO -র মতো বিএমডব্লিউ তাদের বাইকে কাস্টমাইজেশন প্যাকেজ ও অ্যাডজাস্টেবল সাসপেনশন অফার করবে কিনা।

অনুমান করা হচ্ছে G 310 RR-এর স্থান G 310 R ও BMW G 310 GS-এর আগেই হবে। তবে তিনটি মডেলেরই ইঞ্জিন এক। RR310-এর BMW ভার্সনের দাম হতে পারে ২.৯০ লাখ টাকার কাছাকাছি এর সাথে 2022 KTM RC 390 সুপারস্পোর্টস বাইকের লড়াই চলবে, যার দাম ৩.১৩ লক্ষ টাকা থেকে শুরু।