Infinix Hot 11 2022 এখন ১০ হাজার টাকার কমে Gold Hue কালারে পাওয়া যাবে, ফিচার জেনে নিন

Infinix Hot 11 2022 গতমাসে ভারতে লঞ্চ হয়েছিল। সেই সময় ফোনটি অরোরা গ্রীন ও পোলার ব্ল্যাক কালারে এসেছিল। তবে এখন থেকে ফোনটি গোল্ড হিউ (Gold Hue) কালারেও পাওয়া যাবে। আজ Infinix Hot 11 2022 এর এই নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। যদিও ফোনের স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি। এছাড়া ফোনটির দামেও পরিবর্তন আনা হয়নি।

Infinix Hot 11 2022 Gold Hue কালার ভ্যারিয়েন্টের দাম

ইনফিনিক্স হট ১১ ২০২২ গোল্ড হিউ কালার ভ্যারিয়েন্টের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯৯৯ টাকা।

Infinix Hot 11 2022 এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ডিসপ্লে‌। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনের পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.০ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর।

Infinix Hot 11 2022 ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে Unisoc T700 প্রসেসর। ডুয়েল সিমের এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এক্সওএস ৭.৬ কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের Infinix Hot 11 2022 ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এতে সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।