Android Phones: সুখবর! নতুন ফোন কেনার পর ডেটা ট্রান্সফার নিয়ে বড় আপডেট আনছে গুগল

নতুন ফোন কেনার পর ডেটা ট্রান্সফার একটি গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু তা করতে গিয়ে ভালো করে সেট করা যায় না স্মার্টফোন। এই সমস্যা মেটাতে গুগল আনছে নতুন ফিচার।

Suvrodeep Chakraborty 22 Nov 2024 7:39 PM IST

নতুন ফোন কেনার পর, তা চালু করার সময় বেশ জটিলতার মুখে পড়েন ব্যবহারকারীরা। কারণ একাধিক সেটিংস ঠিক করার প্রয়োজন হয়। তার উপর পুরানো ফোনের ডেটা নতুন ফোনে ট্রান্সফার করতে হয়। এই গোটা প্রক্রিয়া সহজ করে তুলতে নতুন ফিচার আনছে গুগল। অ্যান্ড্রয়েড ফোন এবার থেকে আরও সহজে গুছিয়ে নিতে পারবেন।

যখনই নতুন ফোন কেনা হয়, ডেটা ট্রান্সফার করা যেন সবথেকে জরুরি কাজ হয়ে ওঠে। ফলে ফোনের অন্য সেটিংসের দিক খেয়াল থাকে না, এমনকি কী কী পারমিশন দেওয়া হচ্ছে তাও অনেক সময় ভুলে যেতে হয়। সেই জন্য ২০২৫ সাল থেকে গুগল একটি ফিচার আনছে অ্যান্ড্রয়েড ফোনগুলিতে। শুরুটা হবে পিক্সেল ৯ সিরিজ দিয়ে। তারপর ধীরে ধীরে বাকি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পাওয়া যাবে নতুন ফিচার।

কীভাবে গুগলের নতুন ফিচারটি আপনার কাজে আসবে?

ফোন কেনার পর একাধিক অপশন ভেসে ওঠে স্ক্রিনে, যার মধ্যে একটি ডেটা ট্রান্সফার। তবে আগামী বছর থেকে ডেটা ট্রান্সফার সেকশনে ‘লেটার’ অপশন পাওয়া যাবে। এর মানে আপনি প্রথমে ফোনের সেটিংস ভালো করে বুঝে, অ্যাকাউন্ট সেটআপ করে পরে ডেটা ট্রান্সফার করতে পারবেন। ফোন কেনা মাত্রই সেই কাজ করতে হবে না। এই ফিচারটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড সুইচ অ্যাপের মাধ্যমে, যা গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

দুই ফোন কাছাকাছি থাকলে সহজে কয়েকটি ক্লিকের মাধ্যমে মেসেজ ও কন্ট্যাক্ট ট্রান্সফার করা যাবে। এই অ্যাপ গোটা প্রক্রিয়া আরও সহজ ও কম সময়ে সম্পন্ন করবে বলে দাবি সংস্থার। গুগল আরও জানিয়েছে, অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড ডেটা ট্রান্সফারের পাশাপাশি আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার প্রক্রিয়াও ৪০ শতাংশ দ্রুত হবে ২০২৫ সালে। আইফোন থেকে বড় আয়তনে ডেটা ট্রান্সফার করার ক্ষেত্রে এই ফিচারটি বেশ কার্যকরী হতে পারে।

দ্রুত ট্রান্সফারের পাশাপাশি অ্যান্ড্রয়েড সুইচ অ্যাপের অভিজ্ঞতাও গুছিয়ে তুলতে চলেছে গুগল। ক্যালেন্ডার, কন্ট্যাক্ট, ওয়াইফাই সেটিংস সব কিছু এক ক্লিকে পুরনো ফোন থেকে নতুন ফোনে পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।

Show Full Article
Next Story