Aarushi Agarwal

কোটি টাকার চাকরি ছেড়ে ব্যবসা! মিলিয়ন ডলারের কোম্পানি গড়ে সফল উদ্যোগপতি হওয়ার ফর্মুলা দিলেন আরুশি

Aarushi Agarwal - চাকরি ছেড়ে ব্যবসায় নামার অনুপ্রেরণা জোগাচ্ছেন বছর ২৭ এর আরুশি আগরওয়াল। মোটা মাইনের চাকরি ছেড়ে গড়ে তুলেছেন মিলিয়ন ডলার স্টার্ট-আপ। পেয়েছেন নীতি আয়োগ সম্মানও।

Suvrodeep Chakraborty 2 Nov 2024 8:09 PM IST

একটা নয়, দু’দুটি কোটি টাকার চাকরির প্রস্তাব পেয়েছিলেন আরুশি আগরওয়াল। মাইনের অঙ্ক শুনে আর পাঁচটা ছেলে-মেয়েদের মতো তাঁরও খুশি হওয়ার কথা। কিন্তু, মধ্যবিত্ত ঘরের আরুশির চোখে তখন ডানা বাঁধছে অন্য স্বপ্ন। নিজের স্টার্ট-আপ গড়ে তোলার। তাই মোটা মাইনের চাকরি ছেড়ে ব্যবসায় নামার সিদ্ধান্ত নেন আরুশি। কঠোর পরিশ্রমের সঙ্গে গড়ে তোলেন মিলিয়ন ডলার স্টার্ট-আপ। জেদ এবং সফলতার খিদে মানুষকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে তার জলজ্যান্ত উদাহরণ বছর ২৭ এর এই তরুণী।

তাঁর স্টার্ট-আপের নাম ট্যালেন্টডিক্রিপ্ট। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে ছড়িয়ে পড়েছে তাঁর সুখ্যাতি। উত্তর প্রদেশের মোরাদাবাদের বাসিন্দা তিনি। পড়াশোনায় বরাবরই উজ্জ্বল। জেপি ইনস্টিটিউট থেকে পাশ করেছেন বি-টেক এবং এম-টেক। আইআইটি দিল্লিতে করেছেন ইন্টার্নশিপ।

আরুশির স্টার্ট-আপের মূল উদ্দেশ্য চাকরিপ্রার্থীদের চাকরি খুঁজে দেওয়া। কোভিড লকডাউনের সময় ১ লাখ টাকা পুঁজি দিয়ে শুরু করেন এই প্ল্যাটফর্ম। কোন কায়দায় সঠিক পথে এগোলে যোগ্য চাকরিপ্রার্থী হয়ে ওঠা যায় তার ফর্মুলা বাতলে দেয় এই স্টার্টআপ। ইতিমধ্যে ৩৮০টি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

তরুণ প্রজন্ম যাঁরা কোডিং করতে ভালোবাসেন তাঁদের জন্য উপযুক্ত চাকরি খুঁজে দেওয়া ব্যবস্থা করে দেয় এই সংস্থা। আর এই স্টার্ট-আপ গড়ে তুলতে ১ কোটি টাকার দুটি চাকরির প্রস্তাব ছেড়েছেন তিনি। স্কিল ট্রেনিং, হ্যাকথন এবং ভার্চুয়াল অ্যাসেসমেন্টের মতো বিষয় নিয়ে কাজ করে ট্যালেন্টডিক্রিপ্ট। তাঁর এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে বহু উদ্যোগপতির।

নীতি আয়োগের তরফ থেকে ভারতের সেরা ৭৫ মহিলা উদ্যোগপতির সম্মানও পেয়েছেন তিনি। আরুশির কথায়, “এই ঝুঁকি নেওয়া সফল হয়েছে।” উদ্যোগপতি হওয়ার স্বপ্ন তো বহু মানুষই দেখেন। কেউ ময়দানে নামেন কেউ বা কিছুদিন লড়াই করেই হাল ছেড়ে দেন। কিন্তু আরুশি সেই দলের নন। দূরদর্শিতা, কঠোর পরিশ্রম এবং সাহসের বলে আজ তাঁর নাম গুটি কয়েক সফল মানুষের তালিকায় জায়গা করে নিয়েছে।

Show Full Article
Next Story