প্রযুক্তির কামাল! ৫ কোটি টাকার চুরি যাওয়া ফেরারি গাড়ি খুঁজে দিল Apple AirPods

আমরা অনেকেই Apple-এর “Find My” ফিচার সম্পর্কে শুনেছি, যা অগণিত মানুষকে তাদের হারিয়ে যাওয়া ডিভাইসগুলি শনাক্ত করতে সাহায্য করেছে। সম্প্রতি, Apple-এর এই ফিচারের জন্যই অবিশ্বাস্য…

Apple Airpods Helps Man Tracks Stolen Ferrari Car Worth Rs 5 Crore

আমরা অনেকেই Apple-এর “Find My” ফিচার সম্পর্কে শুনেছি, যা অগণিত মানুষকে তাদের হারিয়ে যাওয়া ডিভাইসগুলি শনাক্ত করতে সাহায্য করেছে। সম্প্রতি, Apple-এর এই ফিচারের জন্যই অবিশ্বাস্য ভাবে চুরি যাওয়া ফেরারি গাড়ি খুঁজে বের করলেন এক ব্যক্তি।

৯টু৫ ম্যাকের একটি রিপোর্ট অনুসারে, গ্রীন উইচের একটি নির্জন এলাকায় এক ব্যক্তি তার নতুন ২০২৩ ফেরারি গাড়ি পার্ক করে পাশেই কাজ করছিলেন। আর তারপরেই এই গাড়িটির উপর নজর পরে এক চোরের। সে গাড়ির মালিককে জয়রাইড (খুব দ্রুত গাড়ি চালিয়ে আনন্দ উপভোগ করা) এর জন্য আমন্ত্রণ জানায়। এরপর চাবি হাতে নিয়েই মালিককে না উঠিয়ে জোরে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। গাড়ির মালিক যখন বুঝতে পারেন যে তার ৫ কোটি টাকার শখের গাড়ি চুরি হয়ে গেছে, তখন তিনি তড়িঘড়ি পুলিশে জানাবেন বলে মনস্থির করেন।

কিন্তু, তারপর হঠাৎই তার মনে পড়ে যে, তার Apple AirPods গাড়ির ভিতরে রয়ে গেছে। তাই সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নেন AirPods এর অবস্থান ট্র্যাক করে গাড়ির লোকেশন জানার চেষ্টা করবেন। আর তারপরেই তিনি তার Apple ফোনের মাধ্যমে “Find My” ফিচার ব্যবহার করে AirPods-এর অবস্থান ট্র্যাক করা শুরু করেন।

তিনি জানতে পারেন তার AirPods ওয়াটারবারির সাউথ মেইন স্ট্রিটের একটি গ্যাস স্টেশনের কাছে রয়েছে। তখন তিনি দ্রুত স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করেন। আর পুলিশও তৎক্ষণাৎ তার গাড়ি খুঁজতে শুরু করে এবং গ্যাস স্টেশনে গাড়িটি পার্ক করা অবস্থায় উদ্ধার করে। তবে গাড়িটিকে উদ্ধার করলেও তারা গাড়ির ড্রাইভারকে আটক করতে পারেনি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন