- Home
- »
- প্রযুক্তি »
- স্মার্ট চশমার বাজারে চমক দিতে চলেছে...
স্মার্ট চশমার বাজারে চমক দিতে চলেছে অ্যাপল, চ্যালেঞ্জের মুখে মেটা ও স্ন্যাপচ্যাট
স্মার্ট চশমার বাজার নিয়ে গবেষণা শুরু করছে অ্যাপল। নিজস্ব ডিভাইস আনার কথা ভাবছে সংস্থা। যেখানে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি। এই চশমা চ্যালেঞ্জ জানাবে মেটা এবং স্ন্যাপচ্যাটকে।
সময় যত এগোচ্ছে ততই নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। স্মার্টফোন, স্মার্ট ওয়াচের পর এবার বাজার মাতাতে শুরু করেছে স্মার্ট চশমা। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই চশমা দিয়েই সেরে ফেলা যাচ্ছে কলিং, মেসেজিং, ভিডিয়ো রেকর্ডিং, নেভিগেশনের মতো জটিল কাজ। চমক দিতে এবার নিজস্ব স্মার্ট চশমা আনার প্রস্তুতি শুরু করল অ্যাপল। যদিও সংস্থার হাই-এন্ড ভিশন প্রো অগমেন্টেড রিয়েলিটি (এআর) হেডসেট ইতিমধ্যেই দারুন সফলতা অর্জন করেছে।
টেক রিপোর্ট বলছে, নতুন ব্যবসায় প্রবেশ করার কথা ভাবছে অ্যাপল। যেখানে সংস্থা প্রযুক্তির মাপকাঠিতে নতুন মাত্রা যোগ করতে পারবে। অ্যাপলের এই উদ্যোগটির নাম অ্যাটলাস। যা গত অক্টোবরে শুরু হয়েছে। বাছাই করা কর্মচারীদের একটি ইমেল পাঠিয়েছে সংস্থা। যাতে লেখা ছিল, সকলের পছন্দ হবে এমন কিছু পণ্য পরীক্ষা করা এবং তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আর সেটাই আমরা অ্যাপলে করি।
অ্যাপল স্মার্ট চশমা কবে লঞ্চ হতে পারে?
যদিও স্মার্ট চশমার পরিকল্পনা প্রকাশ করেনি অ্যাপল। বরং ভোক্তাদের উপলব্ধি এবং পছন্দগুলি বোঝার চেষ্টা করছে তারা। সূত্র মারফত খবর, ২০২৭ সালে সম্ভবত অ্যাপলের স্মার্ট চশমা (Apple Smart Glasses) লঞ্চ হতে পারে। যা টেক্কা দেবে মেটা এবং স্ন্যাপচ্যাটকে। এই ক্ষেত্রে দুই সংস্থাই নিজস্ব স্মার্ট গ্লাস লঞ্চ করেছে বাজারে।
অ্যাপল স্মার্ট চশমায় কী কী ফিচার্স থাকতে পারে?
অ্যাপলের স্মার্ট গ্লাস সম্পূর্ণ এআর হেডসেট না হলেও, এতে ভিডিয়ো রেকর্ডিং, ফোন কল এবং মিউজিক প্লেব্যাকের মতো ফিচার পাওয়া যাবে। নতুন পরিকল্পনা নিয়ে বেশ উদ্যোগী অ্যাপল। অনেকেই মনে করেন, স্মার্ট চশমা এআর হেডসেটের তুলনায় হালকা এবং সাশ্রয়ী বিকল্প হিসাবে কাজে আসতে পারে। তবে সমগ্র পরিকল্পনাটি গোপন রাখার চেষ্টা করছে অ্যাপল।
স্মার্ট চশমার বাজার নিয়ে গবেষণা শুরু করছে অ্যাপল। নিজস্ব ডিভাইস আনার কথা ভাবছে সংস্থা। যেখানে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি। এই চশমা চ্যালেঞ্জ জানাবে মেটা এবং স্ন্যাপচ্যাটকে।