- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- Loan Apps: ভুলেও এই ১৫টি লোন অ্যাপ থেকে...
Loan Apps: ভুলেও এই ১৫টি লোন অ্যাপ থেকে টাকা নেবেন না, শোধ দেওয়ার পরও নিস্তার পাবেন না
সাইবার হানার ঝুঁকি জড়িয়ে রয়েছে এই ১৫টি লোন অ্যাপের সঙ্গে। গুগল প্লে স্টোরে ঘাপটি মেরে বসে রয়েছে অ্যাপগুলি। ফোনে থাকলে দ্রুত সেগুলি ডিলিট পরামর্শ দিলেন সাইবার বিশেষজ্ঞরা।
দরকারে টাকা ধার করার জন্য এখন বহু লোন অ্যাপ বাজারে এসেছে। সেখানে দাবি করা হচ্ছে, কোনও শর্ত ছাড়া পেপারলেস পদ্ধতিতে মোটা টাকা লোন পাওয়া যাবে। এই টোপ গিলে ব্যক্তিগত তথ্য খুঁইয়ে বসছেন হাজার হাজার মানুষ। এদিন সেরকমই কয়েকটি ভুয়ো লোন অ্যাপ চিহ্নিত করেছে McAfee। গুগল প্লে স্টোরে এই অ্যাপগুলি রয়েছে। ফোনে থাকলে দ্রুত ডিলিট করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
জানা গিয়েছে, এই ১৫টি লোন অ্যাপের মোট ৮০ লাখ ব্যবহারকারী রয়েছেন। টাকা ধার করতে গিয়ে যে কত বড় বিপদ ডেকে আনছেন, তা জানতেই পারছেন না অধিকাংশ মানুষ। এই ধরনের প্রতারণার সঙ্গে ওয়াকিবহাল নয় এবং ইন্টারনেট ও অ্যাপ ব্যবহারে তেমন পারদর্শী নন এমন ব্যক্তিদের টার্গেট করা হচ্ছে।
এই লোন অ্যাপগুলি কী ক্ষতি করতে পারে?
এই জাল লোন অ্যাপগুলি ইনস্টল করার সময় ফোনের বিভিন্ন অনুমতি চায়। যেমন কল, মেসেজ, ক্যামেরা, মাইক্রোফোন এবং লোকেশন। শর্তগুলি না পড়েই অনুমতি দিয়ে দেন ব্যবহারকারীরা। তারপর সহজে ব্যক্তিগত ডেটা চুরি করে নেয় জালিয়াতরা। এমনকী ব্যাঙ্কিংয়ের জন্য প্রয়োজনীয় ওয়ান-টাইম পাসওয়ার্ডগুলির নিয়ন্ত্রণও পেতে পারে তারা।
১৫টি ভুয়ো লোন অ্যাপের নাম
Préstamo Seguro-Rápido, seguro
Préstamo Rápido-Credit Easy
ได้บาทง่ายๆ-สินเชื่อด่วน
RupiahKilat-Dana cair
ยืมอย่างมีความสุข – เงินกู้
เงินมีความสุข – สินเชื่อด่วน
KreditKu-Uang Online
Dana Kilat-Pinjaman kecil
Cash Loan-Vay tiền
RapidFinance
PrêtPourVous
Huayna Money
IPréstamos: Rápido
ConseguirSol-Dinero Rápido
ÉcoPrêt Prêt En Ligne
গুগল জানিয়েছে তারা এই ধরনের জাল অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। নিরাপত্তা স্তর আরও মজবুত করা হচ্ছে। পাশাপাশি ব্যবহারকারীদের অনলাইন স্ক্যাম এবং সাইবার জালিয়াতি সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার হানা। যা ঠেকাতে প্রতি নিয়ত সোশ্যাল ও মেসেজের মাধ্যমে ব্যবহারকারীদের সতর্ক করছে সাইবার বিভাগ।
সাইবার হানার ঝুঁকি জড়িয়ে রয়েছে এই ১৫টি লোন অ্যাপের সঙ্গে। গুগল প্লে স্টোরে ঘাপটি মেরে বসে রয়েছে অ্যাপগুলি। ফোনে থাকলে দ্রুত সেগুলি ডিলিট পরামর্শ দিলেন সাইবার বিশেষজ্ঞরা।