Amazon Online Clinic

ছুটোছুটির দিন শেষ! বাড়ি বসে চিকিৎসা পেতে অনলাইন ক্লিনিক পরিষেবা আনল অ্যামাজন

Amazon Online Clinic Launched - বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ফোনের জন্য চালু হয়েছে এই ক্লিনিক। তবে ডেস্কটপে পাওয়া যাবে না সুবিধাটি। অ্যামাজন জানিয়েছে, ইউজারকে প্রথমে নাম, বয়স, লিঙ্গ এবং ফোন নম্বর দিয়ে প্রোফাইল খুলতে হবে।

Suvrodeep Chakraborty 7 Nov 2024 11:13 AM IST

ই-কমার্সের পর স্বাস্থ্যক্ষেত্রে পা জমাল অ্যামাজন। এদিন ভারতে অনলাইন মেডিক্যাল কন্সালটেশন পরিষেবা ‘অ্যামাজন ক্লিনিক’ লঞ্চ করল সংস্থাটি। জানা গিয়েছে, ৫০ ধরনের চিকিৎসার জন্য পরামর্শ পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে। সরাসরি অ্যামাজন অ্যাপ থেকেই বুক করা যাবে অ্যাপয়েনমেন্ট। ভিডিয়ো, অডিয়ো এবং চ্যাট তিন ধরনের সুবিধা রয়েছে প্ল্যাটফর্মে। খরচ শুরু ২৯৯ টাকা থেকে।

কীভাবে কাজ করবে এই অ্যামাজন ক্লিনিক?

বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ফোনের জন্য চালু হয়েছে এই ক্লিনিক। তবে ডেস্কটপে পাওয়া যাবে না সুবিধাটি। অ্যামাজন জানিয়েছে, ইউজারকে প্রথমে নাম, বয়স, লিঙ্গ এবং ফোন নম্বর দিয়ে প্রোফাইল খুলতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েনমেন্ট নিতে পারবেন তারা। এই অ্যাপয়েনমেন্ট অনলাইন এবং অফলাইন দু’ভাবেই বুক করা যাবে। তবে অফলাইন পরিষেবা সীমিত সংখ্যায় রয়েছে বলে জানিয়েছে অ্যামাজন।

চিকিৎসার উপর নির্ভর করে অ্যাপয়েনমেন্ট বুক করতে হবে। তৎক্ষণাৎ অথবা অগ্রিম বুক করে রাখতে পারবেন ইউজাররা। প্রতি কন্সালটেশনের সময় ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে থাকবে। একাধিক চিকিৎসা সংক্রান্ত পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যামাজন অনলাইন ক্লিনিকে। যেমন - নিউট্রিশন, কাউন্সেলিং, গাইনোকোলজি, ডার্মাটোলজি এবং পেডিয়াট্রিক্স।

অ্যামাজন অনলাইন ক্লিনিকের দাবি, প্রতিটি চিকিৎসা কন্সালটেন্সিতে ৩ বছর বা তার বেশি অভিজ্ঞতা রয়েছে ডাক্তারদের। নানা রকম ডায়াগনসিস ফলো-আপ রাখার পাশাপাশি জিরো এমার্জেন্সি পরিস্থিতিতে এই টেলি-কন্সালটেন্সি পরিষেবা নিতে পারবেন ইউজাররা। আর সবটাই করা যাবে অ্যামাজন অ্যাপে।

অ্যামাজন অনলাইন ক্লিনিকের খরচ ও ওষুধ

জানা গিয়েছে, অ্যামাজন ক্লিনিকে অনলাইনে কন্সালটেন্সির খরচ ২৯৯ টাকা থেকে ৭৯৯ টাকার মধ্যে থাকবে। ভিডিয়ো, অডিয়ো এবং চ্যাটের মাধ্যমে এই ভার্চুয়াল অ্যাপয়েনমেন্ট সুবিধা নেওয়া যাবে। সঙ্গে আনলিমিটেড ৭ দিনের বিনামূল্যে ফলো-আপ রাখতে পারবেন ইউজাররা। পাশাপাশি ডাক্তাররা যে পেসক্রিপশন দেবে তার ওষুধ সরাসরি অনলাইনে অ্যামাজন ফার্মাসি থেকেই কেনা যাবে।

Show Full Article
Next Story