- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- Dhanteras Gold: ঘরে বসেই কিনুন সোনা,...
Dhanteras Gold: ঘরে বসেই কিনুন সোনা, সেরা ১২টি অ্যাপ ও ওয়েবসাইটের খোঁজ আপনার জন্য
ধনতেরাসে (Dhanteras) সোনা-রুপা কেনা শুভ বলে মনে করা হয়। তাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সোনা বা রুপার জিনিস কিনে এই...ধনতেরাসে (Dhanteras) সোনা-রুপা কেনা শুভ বলে মনে করা হয়। তাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সোনা বা রুপার জিনিস কিনে এই দিনটি বিশেষভাবে উদযাপন করে থাকেন। আর এই বছর আপনিও যদি ধনতেরাসে এই ধরনের ধাতু কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আর ভীড় ঠেলে গয়নার দোকানে যাওয়ার প্রয়োজন নেই। কারণ, এখন অনলাইনে প্রচুর অপশন পাওয়া যাচ্ছে যেখান থেকে আপনি ১০০ টাকারও ডিজিটাল গোল্ড কেনার সুযোগ পাবেন। আসুন এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
পেটিএম (Paytm)
এখন পেটিএম-এর মাধ্যমে অনলাইনে সোনা কেনা বা বিক্রি করা যায়। এখানে ১ টাকা থেকে ১,৯৯,০০০ টাকা পর্যন্ত সোনা কেনা যায়। আর এই পরিষেবাটি MMTC-PAMP দ্বারা চালিত হয়। পেটিএম অ্যাপ থেকে সোনা কেনার জন্য 'gold' লিখে সার্চ করুন। অথবা www.paytm.com/digitalgold ওয়েবসাইটে যান।
গুগল পে (Google Pay)
গুগল পে অ্যাপে ডেডিকেটেড গোল্ড লকার সেকশন উপস্থিত। যার মাধ্যমে ব্যবহারকারীরা ডিজিটাল সোনা ক্রয় বা বিক্রয় করতে পারেন। গুগল পের ডিজিটাল গোল্ড পরিষেবাও MMTC-PAMP দ্বারা পরিচালিত। গুগল পে অ্যাপ থেকে সোনা কেনার জন্য প্রথমে অ্যাপ খুলুন, তারপর নিউ পেমেন্ট অপশনে ট্যাপ করুন। এরপর সেখানে গোল্ড লকার সার্চ করুন।
তানিষ্ক (Tanishq)
টাটার মালিকানাধীন এই জুয়েলারি ব্র্যান্ডেটি সেফ গোল্ড-এর সাথে অংশীদারিত্ব করে ক্রেতাদের সোনা কেনা এবং বিক্রি করার সুযোগ দিচ্ছে। আর, এই প্ল্যাটফর্ম থেকে ক্রেতারা ১০০ টাকার ডিজিটাল সোনা কিনতে পারবেন। সোনা কেনার জন্য তানিষ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://www.tanishq.co.in/digigold/buy ভিজিট করুন।
সেফ গোল্ড (SafeGold)
সেফ গোল্ড হলো আরেকটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ক্রেতাদের মুহূর্তে ডিজিটাল সোনা কেনার সুযোগ দেয়।
MMTC-PAMP
MMTC-PAMP বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে ডিজিটাল সোনা কেনার ও বিক্রি করার ক্ষমতা প্রদান করে। এখান থেকে সোনা কেনার জন্য https://www.mmtcpamp.com/digital-gold ওয়েবসাইটে ভিজিট করুন।
ফোনপে (PhonePe)
এখন ফোনপে অ্যাপ ব্যবহার করেও ডিজিটাল সোনা কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। আর ক্রেতারা PhonePe অ্যাপের মাধ্যমে ১০ টাকা থেকে ডিজিটাল সোনা কেনার সুযোগ পেয়ে যান। PhonePe থেকে সোনা কেনার জন্য প্রথমে ফোন পে অ্যাপ খুলুন। তারপর 'মাই মানি' অপশনে গিয়ে গোল্ড অপশনটি সিলেক্ট করুন।
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক (Airtel Payments Bank)
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কও সেফগোল্ডের সাথে অংশীদারিত্ব করে ডিজিটাল গোল্ড পরিষেবা অফার করছে। Airtel Payments Bank-এর সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা Airtel Thanks অ্যাপ ব্যবহার করে ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করতে পারেন।
ভারতপে (BharatPe)
ডিজিটাল গোল্ড কেনাবেচার জন্য ভারতপে-ও সেফ গোল্ডের সাথে অংশীদারিত্ব করেছে। ক্রেতারা এখানে ১ টাকা থেকে সোনা কিনতে পারবেন।
বিগ বাস্কেট (Big Basket)
টাটা গ্রুপের মালিকানাধীন বিগ বাস্কেটেরও একটি ডেডিকেটেড ধনতেরাস স্টোর রয়েছে। যেখান থেকে ব্যবহারকারীরা তানিষ্কের সোনার কয়েন কিনতে পারবেন।
মিন্ত্রা (Myntra)
এখন অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্ম মিন্ত্রাও সোনার কয়েন এবং গোল্ড বার কেনার সুযোগ দিচ্ছে।
জেপটো (Zepto)
এখন জেপটো নামের বাণিজ্যিক অ্যাপ থেকেও ডিজিটাল সোনা ক্রয়-বিক্রয় করা যায়। ক্রেতারা এখানে ১ গ্রাম পর্যন্ত সোনার কয়েন কিনতে পারেন।
ব্লিনকিট (Blinkit)
Zomato-র মালিকানাধীন এই প্ল্যাটফর্মটিও এই উৎসবের মরশুমে ডিজিটাল সোনা বিক্রি করছে। ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সোনার কয়েন কিনতে পারবেন।