English Learning App: অনর্গল ইংরেজিতে কথা বলুন, এই অ্যাপগুলি আপনার ফোনে ডাউনলোড করুন

বর্তমান সময়ে শুধুমাত্র ডিগ্রির উপর নির্ভর করে চাকরি মেলে না। চাকরি পাওয়ার অন্যতম শর্ত হল, সাবলীলভাবে ইংরেজি বলতে, লিখতে...
Suman Patra 20 April 2024 2:19 PM IST

বর্তমান সময়ে শুধুমাত্র ডিগ্রির উপর নির্ভর করে চাকরি মেলে না। চাকরি পাওয়ার অন্যতম শর্ত হল, সাবলীলভাবে ইংরেজি বলতে, লিখতে ও পড়তে পারা। আবার যারা খুব ভালো ইংরেজি জানার আত্মবিশ্বাস নিয়ে বিদেশে চাকরির জন্য আবেদন করছেন তাদের জানিয়ে রাখি, বহু কোম্পনি স্থানীয় ভাষার জ্ঞান থাকা আবশ্যক এমন শর্তের বিনিময়ে চাকরি দেয়। যদিও সকলের পক্ষে এই শর্ত পূরণ করা সম্ভব হয় না। ফলে কেরিয়ার পোক্ত করার লক্ষ্যে এখন অনেকেই হাজারো টাকা খরচ করে ইংরেজি বা অন্যান্য ভাষা রপ্ত করার জন্য কোচিং সেন্টারে ভর্তি হন। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, ইন্টারনেটে এমন 4টি সেরা অ্যাপ আছে যেগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে বা কয়েকশো টাকা খরচ করার পরিবর্তে আপনারা যেকোনো দেশের অঞ্চলিক ভাষা শিখতে পারবেন। এই ধরণের ভাষা-শিক্ষা অ্যাপে নতুন ভাষা শেখানোর পাশাপাশি তা ভালো করে লেখা-বলা-পড়ার জন্য যা যা প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধাও অফার করা হয়, যাতে ব্যবহারকারীরা দ্রুত বিদেশী ভাষায় পারদর্শিতা লাভ করতে পারেন।

ইংরেজি এবং অন্যান্য বিদেশী ভাষা শেখার জন্য আদর্শ 4টি মোবাইল অ্যাপের তালিকা :

বাবেল (Babbel)

স্পোকেন ইংলিশ শেখার জন্য বিশ্বব্যাপী 5 কোটিরও বেশি মানুষ ভরসা করে এই জার্মান-ভিত্তিক ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপকে। বাবেলে - ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, পোলিশ, পর্তুগিজ, স্প্যানিশ, সুইডিশ এবং ইউক্রেনীয় সহ মোট 14টি ভাষা শেখানো হয়। এক্ষেত্রে দ্রুত এবং কার্যকরী উপায়ে ইংরেজি বা অন্যান্য দেশীয় ভাষা শেখানোর জন্য এই ই-লার্নিং প্ল্যাটফর্মে -15 মিনিটের শর্ট লার্নিং কোর্স ও ইন্টারেক্টিভ লেসন অফার করা হয়। এই ধরণের কোর্সগুলিতে বাস্তব-বিশ্বের বিভিন্ন বিষয়গুলি কভার করে ভাষা সেখান হয়। আরো সহজ করে বললে, কোনো ভাষায় কীভাবে নিজের পরিচয় দেওয়া যায়, খাবারের অর্ডার করার সময় কোন কোন শব্দ ব্যবহার করা উচিত অথবা বিদেশে ভ্রমণের সময় কীভাবে স্থানীয়দের সাথে কথপোকথন করা যাবে তার ট্রেনিং দেওয়া হয়। বাবল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

ডুওলিঙ্গো (Duolingo)

ডুওলিঙ্গো হল একটি মার্কিন ভাষা-শিক্ষার ওয়েবসাইট। এই অ্যাপের মাধ্যমে আপনারা 40টির বেশি ভাষা শিখতে পারবেন। এই তালিকায় - ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ওয়েলশ, আইরিশ, সোয়াহিলি ইত্যাদি সামিল রয়েছে। এই অ্যাপে সহজে ভাষা অধ্যয়নের জন্য - কুইক ও বাইট-সাইজ নামক কোর্স অফার করা হয়ে থাকে। যেগুলির মাধ্যমে আপনার বিদেশী ভাষায় নিজেদের শব্দভান্ডার এবং ব্যাকরণ দক্ষতা তৈরি করতে পারবেন। একই সাথে - সাবলীলভাবে কথা বলা, পড়া, লেখা এবং শুনে বুঝতে পারার মতো অনুশীলনও দেওয়া হবে। অন্যান্য পরিষেবা হিসাবে এখানে আপনারা - ইংলিশ টেস্ট, অনলাইন সার্টিফিকেশন প্রোগ্রাম এবং বাচ্চাদের জন্য ডুওলিঙ্গো এবিসি -এর অ্যাক্সেস পেয়ে যাবেন। এখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ইংরেজি সহ যেকোনো বিদেশি ভাষা শিখতে পারবেন। জানিয়ে রাখি, ডুওলিঙ্গো -এ হালফিলে সঙ্গীত এবং গণিতের প্রশিক্ষণ দেওয়ার ফিচারও যুক্ত করা হয়েছে।

বুসু (Busuu)

বুসু অ্যাপে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জাপানি সহ 12টিরও বেশি ভাষায় বিনামূল্যে কোর্স অফার করা হয়। এই অ্যাপের অন্যতম বিশেষত্ব হল, যে দেশের ভাষা আপনারা শেখার জন্য নির্বাচন করবেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই পঠন-পাঠন সংক্রান্ত টিপস পেয়ে যাবেন। এমনকি রিয়েল-লাইফ কনভার্সেশন অনুভূতি প্রদানের উদ্দেশ্যে এখানে স্থানীয় ব্যক্তিদের সাথে কথপোকথনের সুযোগও দেওয়া হয়। যাতে তাদের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে আপনারা - নিজেদের উচ্চারণ অনুশীলন করতে, সেই ভাষার সাংস্কৃতিক অন্তর্দৃষ্টি অর্জন করতে, স্থানীয় ভাষা রপ্ত করার সহজ টিপস বিনিময় করতে, নিজেদের অগ্রগতি সম্পর্কে অবগত হতে এবং নিয়মিত নির্বাচিত ভাষার কতখানি রপ্ত করতে পেরেছেন তা পরীক্ষা করতে পারবেন। এই অ্যাপ আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসেই ডাউনলোড করা যাবে। এমনকি আপনারা অফলাইন মোডেও কোর্স ডাউনলোড করতে পারবেন। বুসু -তে বিনামূল্যে কোর্স করা সম্ভব। তবে প্রিমিয়াম ফিচার ব্যবহারের জন্য সাবস্ক্রিপশন নিতে হবে। এক্ষেত্রে প্রতি মাসে 7-14 ডলার (প্রায় 600-1000 টাকা) খরচ করতে হবে৷

মেমরাইস (Memrise)

মেমরাইজ হল একটি ব্রিটিশ ভাষা-শিক্ষা প্ল্যাটফর্ম। এখানে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রযুক্তির মাধ্যমে ইংরেজি সহ অন্যান্য বিদেশী ভাষা শিখতে পারবেন। এক্ষেত্রে এই প্ল্যাটফর্মে এআই চালিত ভিডিয়ো কোর্স সামিল করা হয়েছে। আবার সহজে ও দ্রুততার সাথে যাতে ব্যবহারকারীরা বিদেশী ভাষা রপ্ত করতে পারেন, তার জন্য গেম খেলার মাধ্যমে ভাষা অধ্যয়ন করানো হয়। পাশাপাশি বিদেশী ভাষার শব্দভাণ্ডার ও ব্যাকরণ মুখস্থ করার হার বাড়াতে এখানে স্পেসড রিপিটেশন নামের প্রমাণ-ভিত্তিক লার্নিং কৌশল ব্যবহার করা হয়। মেমরাইজ অ্যাপে 16টি ভাষায় কোর্স করা যাবে। এই অ্যাপ আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের সাথেই সামঞ্জস্যপূর্ণ।

Show Full Article
Next Story