রিচার্জের জন্য Phonepe, Gpay কে চার্জে কেন দেবেন? বিনামূল্যে রিচার্জ করুন BHIM অ্যাপ থেকে

অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম Google Pay বা Gpay এবং PhonePe মোবাইল রিচার্জের জন্য এক্সট্রা চার্জ করে থাকে। পাশাপাশি গত জুলাই থেকে বেসরকারি টেলিকম সংস্থা Jio, Airtel,…

bhim offering recharge of jio airtel vi with not pay extra money like google pay phonepe

অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম Google Pay বা Gpay এবং PhonePe মোবাইল রিচার্জের জন্য এক্সট্রা চার্জ করে থাকে। পাশাপাশি গত জুলাই থেকে বেসরকারি টেলিকম সংস্থা Jio, Airtel, Vodafone Idea তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। ফলে রিচার্জের জন্য এখন অতিরিক্ত খরচ করতে হবে। তবে আপনি Gpay ও PhonePe কে অতিরিক্ত চার্জ না দিয়েও মোবাইল প্ল্যান রিচার্জ করতে পারবেন। এরজন্য আপনাকে BHIM UPI অ্যাপের শরনাপন্ন হতে হবে।

আজ্ঞে হ্যাঁ! এখন BHIM অ্যাপ থেকেও মোবাইল রিচার্জ করা যাবে। সম্প্রতি ফিনটেক সংস্থা Infibeam Avenues ঘোষণা করেছে যে, তারা ভীম অ্যাপের সাথে অংশীদারিত্ব করেছে, যা ব্যবহারকারীদের ভীম অ্যাপ থেকে সরাসরি মোবাইল রিচার্জ করার অনুমতি দেবে।

আরও পড়ুন : Acer Iconia X12: বিশাল স্ক্রিনের স্লিম ট্যাব লঞ্চ করল এসার, পাবেন AMOLED ডিসপ্লে, 10,000mah ব্যাটারি

উল্লেখ্য এর আগে BHIM অ্যাপ থেকে পোস্টপেড মোবাইল বিল পেমেন্ট করা যেত, তবে এখন লক্ষ লক্ষ প্রিপেড গ্রাহক তাদের মোবাইল নম্বরও এখান থেকে রিচার্জ করতে পারবেন। এই অংশীদারিত্বের অধীনে, ইনফিবিম সিসিএভিনিউ পেমেন্ট গেটওয়ের সাহায্যে BHIM অ্যাপ থেকে পেমেন্ট করা যাবে। অর্থাৎ BHIM এখন সিসি অ্যাভিনিউ ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ পেমেন্ট সিস্টেম নিয়ে আসবে। এর ফলে অনলাইন লেনদেন বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : মাসে মাত্র 214 টাকা খরচে রোজ 3 জিবি 4G ডেটা, BSNL এর এই রিচার্জ প্ল্যানের ধারেকাছে নেই কেউ‌

Google Pay বা Gpay এর সুবিধা ফি আসলে কি

আপনি যখন কোনও মোবাইল রিচার্জ করেন, তখন গুগল পে এবং ফোনপে সুবিধা ফি নেয়, যা আপনার মোবাইল রিচার্জ বিলের থেকে আলাদা। উদাহরণস্বরূপ, 301 টাকা প্ল্যান রিচার্জ করলে গুগল পে সুবিধা ফি বাবদ 3 টাকা চার্জ করে। পেটিএম, গুগল পে এবং ফোনপে-র মতো পেমেন্ট প্ল্যাটফর্মগুলি মোবাইল রিচার্জে কনভেনিয়েন্স ফি নিচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন