WhatsApp থেকে করুন মেট্রোর টিকিট বুকিং, অ্যাপ থেকেই হবে পেমেন্ট

দিল্লি মেট্রো গত বছরই WhatsApp এর মাধ্যমে টিকিট বুকিংয়ের সুবিধা চালু করেছিল। তবে এখনো টিকিটের জন্য অনেককে লম্বা লাইনে...
techgup 29 Jan 2024 12:26 PM IST

দিল্লি মেট্রো গত বছরই WhatsApp এর মাধ্যমে টিকিট বুকিংয়ের সুবিধা চালু করেছিল। তবে এখনো টিকিটের জন্য অনেককে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেট্রোর টিকিট কীভাবে বুক করতে হয় তারা সম্ভবত জানে না। তবে চিন্তা করবেন না, আজ আমরা এই প্রতিবেদনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে টিকিট বুক করতে পারবেন সে বিষয়ে জানাবো। উল্লেখ্য, টিকিট প্রিন্ট আউট না করিয়ে কেবল হোয়াটসঅ্যাপ টিকিট দেখিয়েও ভ্রমণ করার সুবিধা দেয় দিল্লি মেট্রো।

আর এই হোয়াটসঅ্যাপ ভিত্তিক টিকিটিং সিস্টেম হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতে উপলব্ধ। এই পুরো কাজটি একটি চ্যাটবটের মাধ্যমে সম্পন্ন হবে। মেট্রোর টিকিট বুক করতে আপনার ফোনে +91-9650855800 নম্বরটি সেভ করুন।

১. হোয়াটসঅ্যাপ অ্যাপে গিয়ে 9650855800 নম্বরে Hi লিখে পাঠিয়ে দিন।
২. এবার আপনার ভাষা নির্বাচন করুন।
৩. তারপর " বাই টিকিট" বাটনে ক্লিক করুন।
৪. এবার আপনাকে যে স্টেশন থেকে ভ্রমণ করতে হবে তার নাম লিখুন।
৫. এবার আপনাকে যে স্টেশনে যাতায়াত করতে হবে তার নাম লিখুন।
৬. এর পর পেমেন্ট করে টিকিট কেটে নিন।

একবারে সর্বোচ্চ ৬টি টিকিট বুক করা যাবে। হোয়াটসঅ্যাপেই মিলবে কিউআর কোডের টিকিট। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সমস্ত মেট্রো লাইনে টিকিট বুকিংয়ের এই সুবিধা রয়েছে। আর পেমেন্ট হোয়াটসঅ্যাপ থেকেই করা যাবে।

Show Full Article
Next Story