চাপে জিও, এয়ারটেল! নতুন পরিষেবায় বিনামূল্যে ওটিটি, HD চ্যানেল দেখতে দিচ্ছে BSNL

হাত মিলিয়েছে বিএসএনএল ও স্কাইপ্রো। অত্যাধুনিক আইপিটিভি প্ল্যাটফর্মের মাধ্যমে HD চ্যানেল, ওটিটি এবং বিভিন্ন পরিষেবা দেওয়ার ঘোষণা করা হয়েছে। BSNL-এর FTTH গ্রাহকদের জন্য এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে।

Suvrodeep Chakraborty 3 Dec 2024 7:47 PM IST

BSNL সম্প্রতি IFTV নামে ভারতের প্রথম ইন্টারনেট টিভি পরিষেবা চালু করেছে। এটি ফাইবার-ভিত্তিক সংযোগ প্রদান করবে। এই পরিষেবাটি প্রাথমিকভাবে মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে উপলব্ধ ছিল এবং এটি এখন পাঞ্জাবেও চালু করা হয়েছে। সংস্থার তরফে এদিন অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে।

ইন্টারনেট টিভি পরিষেবা প্রদানকারী সংস্থা স্কাইপ্রোর সঙ্গে অংশীদারিত্ব করেছে বিএসএনএল। সংস্থার লক্ষ্য, সমগ্র ভারতে গ্রাহকদের আধুনিক টিভি এবং ইন্টারনেট অভিজ্ঞতা প্রদান করা। IFTV-এর মাধ্যমে বিএসএনএল গ্রাহকরা তাদের স্মার্ট টিভিতে Skypro TV অ্যাপ দিয়ে Skypro-এর IPTV পরিষেবাগুলি পাবেন। এর মানে হল ২০টিরও বেশি জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবা এবং ৫০০টিরও বেশি চ্যানেল উপভোগ করা যাবে। আর এগুলি পাবেন সেট-টপ বক্সের প্রয়োজন ছাড়াই৷

পাঞ্জাব সার্কেলের BSNL এর চিফ জেনারেল ম্যানেজার অজয় কুমার কারাহা জানিয়েছেন, ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে Skypro-এর অত্যাধুনিক IPTV প্ল্যাটফর্ম দ্বারা চালিত IFTV পরিষেবা চালু করা হয়েছে। ফাইবার ইন্টারনেট ব্যবহার করে এমন গ্রাহকদেরকে কালার, স্টার এবং জি-এর মতো জনপ্রিয় চ্যানেলের পাশাপাশি স্টার স্পোর্টসের মতো স্পোর্টস চ্যানেলগুলিকে অতিরিক্ত ব্যান্ডউইথ বা সরঞ্জামের প্রয়োজন ছাড়াই দেখার অনুমতি দেবে। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর, এখন চন্ডীগড়ে ৮,০০০ গ্রাহকদের এই পরিষেবা দিতে প্রস্তুত সংস্থা৷

প্রসঙ্গত, বিএসএনএল সম্প্রতি মার্কিন সংস্থা ভিয়াশতের সঙ্গে যৌথ ভাবে স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ পরিষেবাও সফল ভাবে পরীক্ষা করেছে। এই পরিষেবার ছাড়পত্র পেলে দেশের যে কোনও প্রান্তে ইন্টারনেট, কলিং ব্যবহার করা যাবে বলে দাবি সংস্থার।

Show Full Article
Next Story