- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- Apps: সব কাজ বাদ দিয়ে এক্ষুনি ডিলিট...
Apps: সব কাজ বাদ দিয়ে এক্ষুনি ডিলিট করুন এই তিনটি অ্যাপ, নইলে ডেটা ও অর্থ দুই হারাবেন
Google কে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখন অ্যাপ স্টোরে অজান্তেই প্রবেশ করছে বিভিন্ন ম্যালিশিয়াস অ্যাপ। এই ধরনের অ্যাপগুলি ফোনে...Google কে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখন অ্যাপ স্টোরে অজান্তেই প্রবেশ করছে বিভিন্ন ম্যালিশিয়াস অ্যাপ। এই ধরনের অ্যাপগুলি ফোনে থাকা গুরুত্বপূর্ণ নানারকম তথ্য চুরি করে। আবার কখনও কখনও পেড সার্ভিস সাবস্ক্রাইব করে দেয়। ফলে অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়। আবার কিছু অ্যাপ থাকছে যারা ইউজারের ব্যক্তিগত চ্যাট বা ছবি চুরি করে নিয়ে হ্যাকারদের হাতে তুলে দেয় এবং এরপর ব্ল্যাকমেল শুরু হয়। তাই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। এই প্রতিবেদনে আমরা তিন ধরনের অ্যাপের কথা বলবো, যেগুলি ডাউনলোড করলে আপনি সর্বস্বান্ত পর্যন্ত হতে পারেন।
Dating App
ডেটিং অ্যাপ্লিকেশনগুলি আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখানে লোকেরা একে অপরের সাথে কথা বলে এবং তাদের সাথে বন্ধুত্ব করে। তবে অধিকাংশ ডেটিং অ্যাপ্লিকেশন ভুয়ো হয়। এরা কথা বলা বা চ্যাট করার জন্য চার্জ নেয়। আবার অনেক সময় ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে দেয়।
Chatting App
ভুয়া চ্যাটিং অ্যাপ্লিকেশনগুলি আজকাল ট্রেন্ডিং। এই অ্যাপ্লিকেশনগুলি আপনি ডাউনলোড করার পরে, তারা আপনার লোকেশন, ফোন, মেসেজ ও কল লগের অ্যাক্সেস চায়, যদিও এদের এসবের অ্যাক্সেস নেওয়ার কোনো প্রয়োজন নেই বললেই চলে। এরা এই তথ্যগুলি নিয়ে অপব্যবহার করতে পারে।
Fake Gaming App
ভুয়ো গেমিং অ্যাপগুলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। এই অ্যাপগুলি প্রথমে ৭ দিনের ট্রায়াল অফার করে। তবে এই দেখে একবার অ্যাপটি ডাউনলোড করলে আর ডিলিট করা যায় না। ফলে আপনার থেকে প্রতি মাসে চার্জ নেওয়া হবে।