- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- WhatsApp, Telegram থেকে আর কল করা যাবে...
WhatsApp, Telegram থেকে আর কল করা যাবে না? নিয়ন্ত্রণ চায় DoT
এবার Whatsapp, Signal, Telegram সহ আরো অন্যান্য ওটিটি (OTT) যোগাযোগের মাধ্যমগুলির উপরে নিয়ন্ত্রণ কায়েম করতে নয়া...এবার Whatsapp, Signal, Telegram সহ আরো অন্যান্য ওটিটি (OTT) যোগাযোগের মাধ্যমগুলির উপরে নিয়ন্ত্রণ কায়েম করতে নয়া রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরিতে সচেষ্ট কেন্দ্রীয় সরকার। সম্প্রতি, DoT বা দেশের টেলিযোগাযোগ দপ্তরের পক্ষ থেকে উক্ত মর্মেই, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI -এর মতামত জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে খুব শীঘ্রই ওটিটি কমিউনিকেশন প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণের নয়া ফ্রেমওয়ার্ক সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এই প্রথম নয় বরং ২০১৮ সালেও টেলিকম নিয়ামক সংস্থা TRAI, ওটিটি বা ওভার-দ্য-টপ কমিউনিকেশন প্ল্যাটফর্ম ও অ্যাপ্লিকেশনগুলিকে নিয়ন্ত্রণের উপযোগী ফ্রেমওয়ার্ক গঠনের ব্যাপারে উদ্যোগী হয়। যদিও ২০২০ সালে এই ভাবনা থেকে সরে এসে তারা আলোচ্য ফ্রেমওয়ার্ক নির্মাণের বিষয়টিকে সময়ের হাতে ছেড়ে দেয়। তবে বর্তমানে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর বা ডট এ ব্যাপারে উদ্যোগী হয়ে উঠেছে।
Whatsapp, Signal সহ অপরাপর ওটিটি অ্যাপগুলির জন্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক গড়ে তুলতে কেন্দ্রের দ্বারস্থ DoT
The Hindu Business Line -এর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম প্রভৃতি যোগাযোগে সহায়ক অ্যাপগুলির জন্য নয়া নির্দেশিকা গড়ে তুলতে ট্রাইয়ের পাশাপাশি DoT, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রকের শরণাপন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর ডিজিটাল ভারত গড়ে তোলার স্বপ্নকে সফল করার পথে প্রযুক্তির অপব্যবহার রুখতেই, ডট (DoT) উল্লিখিত ফ্রেমওয়ার্ক গড়ে তুলতে এতটা সচেষ্ট বলে বিশেষজ্ঞদের অভিমত।
এদিকে ইন্টারনেট কলিং সহ বিভিন্ন ওটিটি যোগাযোগের মাধ্যমগুলিকে একটি নির্দিষ্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ছত্রতলে আনার ব্যাপারে DoT উদ্যোগী হতেই বেজায় খুশি দেশীয় টেলকো এবং ISP 'গুলি (Internet Service Provider)। আসলে দীর্ঘদিন ধরে তারা, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাম প্রভৃতি অ্যাপ্লিকেশনগুলিকে একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের অধীনে আনার দাবিতে সরব যা টেলিযোগাযোগ দপ্তরেরও অজানা নয়। বর্তমানে উপরোক্ত প্ল্যাটফর্মগুলিতে কলিং ও মেসেজিং উভয় সুবিধা থাকলেও এজন্য তাদের কোন বিধিনির্দেশ অনুসরণ করতে হয়না। অথচ টেলকোগুলির জন্য এক্ষেত্রে পদে পদে বিধিনির্দেশ বরাদ্দ রয়েছে। যখন টেলকোগুলি এহেন বিধিনির্দেশ পূরণে ব্যর্থ হয় তখন তাদের নির্দিষ্ট পরিমাণ জরিমানা পর্যন্ত দাখিল করতে হয়। সেকারণেই DoT -এর সাম্প্রতিক উদ্যোগে দেশীয় টেলকোরা যথেষ্ট খুশি।