- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- WhatsApp স্ট্যাটাস থেকে ডাউনলোড করুন...
WhatsApp স্ট্যাটাস থেকে ডাউনলোড করুন ভিডিও ও ফটো, একটি নয় দেখে নিন দুটি পদ্ধতি
বিশ্বের সর্বাধিক জনপ্রিয় চ্যাটিং অ্যাপগুলির মধ্যে অন্যতম হল WhatsApp। বিশ্বব্যাপী কোটি কোটি ইউজার প্রতিদিন মেসেজ, ইমেজ,...বিশ্বের সর্বাধিক জনপ্রিয় চ্যাটিং অ্যাপগুলির মধ্যে অন্যতম হল WhatsApp। বিশ্বব্যাপী কোটি কোটি ইউজার প্রতিদিন মেসেজ, ইমেজ, ভিডিও সহ বিভিন্ন ধরনের মিডিয়া ফাইল এই অ্যাপটির মারফত শেয়ার করে থাকেন। ব্যবহারকারীদের সুবিধার্থে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই নিজেকে আপডেট করে চলেছে WhatsApp। ইউজারদের ব্যবহারিক এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করতে Meta মালিকানাধীন কোম্পানিটি প্রায়শই নিত্যনতুন ফিচার রোলআউট করে থাকে। সেক্ষেত্রে WhatsApp-এ উপলব্ধ যাবতীয় ফিচারগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফিচার হল স্ট্যাটাস (Status)। ২০১৭ সালে এটির আগমন ঘটেছিল। নিজেদের ইচ্ছেমতো যে-কোনো টেক্সট, ভিডিও বা ছবি ইউজাররা WhatsApp স্ট্যাটাসে দিতে পারেন। আবার ব্যবহারকারীরা যাদেরকে দেখাতে চান, কেবলমাত্র তারাই সেই সকল স্ট্যাটাসগুলি দেখতে পাবেন। উল্লেখ্য যে, এর জন্য একটি আলাদা ট্যাবও অ্যাপটিতে বিদ্যমান রয়েছে। তবে স্ট্যাটাসের আয়ু কিন্তু মোটে ২৪ ঘণ্টা, তারপর নিজে থেকেই তা উধাও হয়ে যায়।
সেক্ষেত্রে এমন অনেকেই আছেন যাদের অন্য কারোর স্ট্যাটাস পছন্দ হয়। ফলে তারা সেগুলিকে নিজেদের স্ট্যাটাস হিসেবে পোস্ট করতে চান, আবার কেউ কেউ সেগুলিকে সেভ করে রাখার পরিকল্পনা করেন। তবে ছবি বা টেক্সটের ক্ষেত্রে অনেকেই শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অন্যের স্ট্যাটাস সেভ করে রাখেন। যদিও সমস্যাটা হয় ভিডিওর ক্ষেত্রে, কেননা অন্য কারোর স্ট্যাটাসে থাকা ভিডিও ডাউনলোড করার সুবিধা হোয়াটসঅ্যাপে উপলব্ধ নয়। তাহলে এখন প্রশ্ন হল, কারোর স্ট্যাটাসে দেওয়া ভিডিও ডাউনলোড করার কি কোনো সহজ উপায় রয়েছে? সেক্ষেত্রে এর উত্তর হল, হ্যাঁ; খুব সহজ কিছু পন্থা অবলম্বন করলেই কারোর স্ট্যাটাসে প্রদত্ত ফটো কিংবা ভিডিও আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এই প্রতিবেদনে আমরা এরকমই দুটি সহজ উপায়ের কথা আপনাদেরকে জানাতে চলেছি।
Files by Google অ্যাপের সাহায্যে ডাউনলোড করুন যে কারোর WhatsApp স্ট্যাটাস
১. প্রথমত, আপনাকে আপনার ফোনে ফাইলস বাই গুগল (Files by Google) অ্যাপটি ডাউনলোড করতে হবে, যেটি গুগল প্লে স্টোর (Google Play Store)-এ উপলব্ধ রয়েছে।
২. অ্যাপটি ওপেন করার পরে, স্ক্রিনের উপরের ডানদিকের মেনুতে ট্যাপ করুন এবং তারপরে সেটিংস (Settings)-এ যান।
৩. এখানে 'শো হিডন ফাইলস' (Show Hidden Files)-এর সামনে উপস্থিত টগলটি অন করুন।
৪. এবার ফোনে থাকা ফাইল ম্যানেজার (File Manager) ওপেন করুন। এখানে ইন্টারনাল স্টোরেজ (Internal Storage) > হোয়াটসঅ্যাপ (WhatsApp) > মিডিয়া (Media) > স্ট্যাটাসেস (Statuses) অপশনগুলি ক্রমান্বয়ে সিলেক্ট করুন। এরপর আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে থাকা সমস্ত মিডিয়া ফাইলগুলিকে দেখতে পাবেন।
৫. এরপর আপনি যে ফটো বা ভিডিওটিকে স্টোর করে রাখতে চাইছেন, সেটির উপরে লং প্রেস করুন এবং তারপর আপনার পছন্দসই লোকেশনে সেটিকে কপি বা সেভ করে নিন।
Status Saver অ্যাপের সাহায্যেও করা যাবে এই কাজ
১. আপনি যদি সহজেই কোনো থার্ড-পার্টি অ্যাপের সাহায্যে কারোর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করতে চান, তাহলে প্লে স্টোরে গিয়ে স্ট্যাটাস সেভার (Status Saver) অ্যাপটি ডাউনলোড করে নিন।
২. এবার অ্যাপটি ওপেন করার পর সেটিকে জরুরি পারমিশনগুলি দিয়ে দিন। এরপর আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত স্ট্যাটাসগুলিই আপনি এখানে দেখতে পাবেন।
৩. আপনি যে ফটো বা ভিডিওটি ডাউনলোড করতে চান, সেটিকে সিলেক্ট করুন।
৪. এরপর মাত্র একটি ট্যাপেই মিডিয়াটি আপনার ডিভাইসের ইন্টারনাল স্টোরেজে সেভ হয়ে যাবে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, অনেকেই স্ট্যাটাসে নিজেদের বিশেষ ব্যক্তিগত মুহূর্ত বা নিজেদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সকলের সাথে শেয়ার করে থাকেন। তাই তাদের অনুমতি ছাড়াই সেই মিডিয়া ফাইলগুলিকে নিজের ডিভাইসে স্টোর করে রাখবেন কি না (কিংবা সেটা আদৌ উচিত হবে কি না), সে বিষয়ে কিন্তু একটু চিন্তাভাবনা করে নিতে পারেন। কারণ প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তাকে পুরোপুরিভাবে সম্মান করা আমাদের একান্ত কর্তব্য। এছাড়া, চলতি সময়ে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকার স্বার্থে বিশেষজ্ঞরা সকলকেই থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। তাই কারোর WhatsApp স্ট্যাটাস ডাউনলোড করার জন্য আপনি থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করবেন কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনার।