Mr Tweet: নিজের নিয়মে নিজেই ফেঁসে গেলেন ইলন মাস্ক, বদলাতে পারছেন না Twitter এর নাম

Twitter এর নতুন সিইও ইলন মাস্ক (Elon Musk) এবার নিজের ফাঁদে নিজেই আটকে পড়লেন। ইলন মাস্ক সাধারণত সোশ্যাল মিডিয়ার তার...
techgup 27 Jan 2023 3:24 PM IST

Twitter এর নতুন সিইও ইলন মাস্ক (Elon Musk) এবার নিজের ফাঁদে নিজেই আটকে পড়লেন। ইলন মাস্ক সাধারণত সোশ্যাল মিডিয়ার তার নাম পরিবর্তন করে থাকেন, কিন্তু এখন তা তিনি করতে গিয়ে সমস্যায় পড়েছেন। আজ্ঞে হ্যাঁ! কিছুদিন আগে ইলন মাস্ক তার টুইটার নাম Mr Tweet করেছিলেন, কিন্তু এখন তিনি এটি পরিবর্তন করতে পারছেন না। এর কারণ মিস্টার টুইট টুইটারের সমার্থক শব্দ। ইলন মাস্ক নিজেই এবিষয়ে টুইট করে জানিয়েছেন।

তিনি বলেছেন যে, তিনি তার Twitter এর নাম পরিবর্তন করে বিপদে পড়েছেন, কারণ তিনি আর তার নাম পরিবর্তন করতে পারছেন না। তিনি লিখেছেন "আমার নাম Mr Tweet-এ পরিবর্তিত হয়েছে, কিন্তু এখন আর Twitter আমাকে এটি পরিবর্তন করতে দিচ্ছে না।" জানিয়ে রাখি, Mr Tweet নামের পিছনে একটি ইতিহাস আছে।

https://twitter.com/elonmusk/status/1618371072486936578

আসলে মাস্ক তার নতুন নাম নিয়ে বেশি ভাবেননি। একজন আইনজীবীর সঙ্গে তর্কের সময় তিনি এই নামটি পেয়েছিলেন। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, যারা মাস্কের বিরুদ্ধে মামলা করেছিল তাদের একজন আইনজীবী ভুল করে মাস্ককে Mr Tweet বলে সম্বোধন করেছিলেন এবং তার পরে ইলন মাস্ক এই নাম ব্যবহার করতে শুরু করেন।

নাম পরিবর্তন হলে অ্যাকাউন্ট সাসপেন্ড করা হতে পারে

জানিয়ে রাখি, গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার এক হিন্দি অধ্যাপক তার টুইটার প্রোফাইল ক্লোন করে ক্রমাগত হিন্দিতে টুইট করছিলেন, যার পরে ইলন মাস্ক ১২ ঘন্টার মধ্যে এই অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছিলেন। অধ্যাপক তার টুইটার প্রোফাইলের নাম পরিবর্তন করে ইলন মাস্ক রেখেছিলেন।

এই ঘটনার পর ইলন মাস্ক টুইট করে জানান, টুইটারে ভুয়ো প্রোফাইলের কোনো জায়গা নেই। কিন্তু তিনি নিজেই এবার একটি ভুয়ো নাম ব্যবহার করেছেন‌, ফলে আগের নিয়ম মানলে তার অ্যাকাউন্ট সাসপেন্ড করা উচিত। এখন দেখার ইলন মাস্ক নিজের জন্য নিয়ম বদলান কিনা।

Show Full Article
Next Story