Announce Phone Calls: ফোন এলেই শুনতে পাবেন কলারের নাম, এক্ষুনি অন করুন এই সেটিংস

Announce Phone Calls: একটি ফিচার রয়েছে যা আপনাকে কলারের নাম বলে দেবে। থার্ড পার্টি অ্যাপ Truecaller-এ এই আশ্চর্যজনক ফিচার পাওয়া যাবে। এটি সক্রিয় করার পরে, যখন কোনও কল আসবে, আপনি রিংটোনের পরিবর্তে কলারের নাম শুনতে পাবেন।

Puja Mondal 14 Dec 2024 8:01 PM IST

আপনি যদি কোনও গুরুত্বপূর্ণ কাজে আটকে থাকেন; গাড়ি চালান বা স্নান করতে চলে যান তাহলে জরুরি ফোন কল মিস হতে পারে। আর গুরুত্বপূর্ণ কল না ধরতে পারলে অনেক সময় সমস্যায় পড়তে হয়। আবার অনেক সময় আমরা ফোন থেকে দূরে থাকি এবং রিংটোন শুনে ছুটে এসে দেখি অপ্রয়োজনীয় কল। ফলে বিরক্ত হই। কিন্তু এমন যদি হতো যে ফোন নিজেই বলে দেয় কার ফোন এসেছে। মজার ব্যাপার হলো, এমন একটি ফিচার সত্যি রয়েছে যা আপনাকে কলারের নাম বলে দেবে।

থার্ড পার্টি অ্যাপ ট্রুকলারে (Truecaller) এই আশ্চর্যজনক ফিচার পাওয়া যাবে। এটি সক্রিয় করার পরে, যখন কোনও কল আসবে, আপনি রিংটোনের পরিবর্তে কলারের নাম শুনতে পাবেন। ফোনই বলে দেবে কে আপনাকে ফোন করছে। স্প্যাম ফিল্টার ছাড়াও ট্রুকলারের সবচেয়ে বড় সুবিধা কলার আইডি দেখতে পাওয়া। এই অ্যাপটি সেই কলারের নাম জানাতে পারে, যার নম্বর আপনার ফোনে সেভ নেই।

কে কল করছে শুনতে পেতে নীচের ধাপগুলি অনুসরণ করুন

- আপনার ফোনে Truecaller অ্যাপটি ইনস্টল করুন এবং ওপেন করুন।

- এর পরে, একটি অ্যাকাউন্ট তৈরি করে লগইন করুন এবং উপরের কোণে প্রোফাইল ফটোতে ক্লিক করুন।

- এখন আপনাকে সেটিংস আইকনে ট্যাপ করতে হবে।

- এবার সেটিংস থেকে Calls অপশনে গিয়ে নিচের দিকে স্ক্রল করলে Phone Calls সেকশন আসবে এবং সেখানে Announce Phone Calls এর অপশন পাবেন।

- এখন আপনাকে কেবল Announce Phone Calls আপশনের সামনে উপস্থিত টগলটি অন করতে হবে।

এটি করার পরে, যখনই আপনি কারও কাছ থেকে কল পাবেন, অ্যাপটি আপনাকে বলে দেবে কে কল করছে। কারও নম্বর সেভ করা না থাকলে কল এলে তার নম্বর জানিয়ে দেওয়া হবে।

Show Full Article
Next Story