EPF Website Down: ইপিএফ ওয়েবসাইটে বিভ্রাট, পাসবুক ব্যালেন্স চেক সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন ইউজারেরা

EPF Down: অচল হয়ে পড়ল ইপিএফ পরিষেবা। এরফলে এখন কেউ অনলাইনে তার পাসবুক চেক করা পারছে না। এই প্রতিবেদনটি লেখার সময়,...
Julai Modal 3 May 2023 4:35 PM IST

EPF Down: অচল হয়ে পড়ল ইপিএফ পরিষেবা। এরফলে এখন কেউ অনলাইনে তার পাসবুক চেক করা পারছে না। এই প্রতিবেদনটি লেখার সময়, ইপিএফও বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO or Employees’ Provident Fund Organization), এর লেখা আছে "এই ওয়েবপেজে কাজ চলছে।"

অনেকেই টুইটারে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে এবং তারা কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে লেখা আছে "আপনি যে পরিষেবাটি খোঁজ করছেন তা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন।" ব্যবহারকারীরা উমং (UMANG) অ্যাপেও তাদের পাসবুক ব্যালেন্স চেক করতে পারছে না।

কাজ করছে না EPFO ওয়েবসাইট

https://twitter.com/socialepfo/status/1653279428011769857

টুইটারে ইপিএফও-র অফিসিয়াল হ্যান্ডেল (@socialepfo) থেকে সম্প্রতি একটি ছবি পোস্ট করা হয়েছে, যাতে ব্যবহারকারীদের উমং অ্যাপ থেকে ইপিএফ পাসবুক চেক করতে করার উপায়গুলি জানানো হয়েছে। তবে সেখানেও সমস্যা হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। ইপিএফও-র অফিসিয়াল হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, "সংশ্লিষ্ট দল বিষয়টি খতিয়ে দেখছে। দয়া করে কিছু সময় অপেক্ষা করুন। বিষয়টি শীঘ্রই সমাধান করা হবে।"

EPFO ওয়েবসাইটে সমস্যার কথা জানিয়েছে অনেক Twitter ব্যবহারকারী

https://twitter.com/Itsmeevenkatesh/status/1653379471553204225

https://twitter.com/mkskrish/status/1653445297245388800

https://twitter.com/nileshjha0007/status/1653409706789203970

https://twitter.com/tusharujagare/status/1651236833827647493

Show Full Article
Next Story