এবার ইউরোপে ব্যান TikTok, ডিভাইস থেকে চীনা অ্যাপ ডিলিটের নির্দেশ, ডেটা সুরক্ষা নিয়ে উদ্বেগ

ভারত সহ বিভিন্ন দেশে ইতিমধ্যেই ব্যান হয়েছে চীনা শর্ট ভিডিও প্ল্যাটফর্ম TikTok। এখন ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সরকারী কর্মীদের ফোন থেকে এই অ্যাপটি আনইন্সটল করার আদেশ…

ভারত সহ বিভিন্ন দেশে ইতিমধ্যেই ব্যান হয়েছে চীনা শর্ট ভিডিও প্ল্যাটফর্ম TikTok। এখন ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সরকারী কর্মীদের ফোন থেকে এই অ্যাপটি আনইন্সটল করার আদেশ দিল।

দেশের সুরক্ষার কথা মাথায় রেখে ব্যান TikTok

দেশের ডেটা সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য, ইউরোপীয় কমিশন, কর্পোরেট ম্যানেজমেন্ট বোর্ডের তালিকাভুক্ত কর্পোরেট ডিভাইস এবং ব্যক্তিগত ডিভাইসে TikTok অ্যাপ না ব্যবহার করার নির্দেশ দিয়েছে।

কর্মীদের একটি নির্দেশিকায় বলা হয়েছে যে, আগামী ১৫ মার্চের মধ্যে উল্লেখিত ডিভাইসগুলি থেকে এই জনপ্রিয় চীনা অ্যাপটিকে ডিলিট করতে হবে। যারা নির্ধারিত সময়সীমা মেনে চলবেন না, তাদের ফোনে কমিশনের বিভিন্ন অ্যাপ, যেমন ইমেইল এবং স্কাইপ ফর বিজনেস আর কাজ করবে না।

এই ঘটনার পর TikTok এর এক মুখপাত্র বলেছেন যে, ‘আমরা এই সিদ্ধান্তে খুবই হতাশ, আমরা বিশ্বাস করি কোনো ভুল ধারণার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘
আমরা কমিশনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি।’